ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ১৬ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২, ২০ মহররম ১৪৪৭

পরমাণু চুক্তির আরো প্রতিশ্রুতি থেকে সরছে ইরান : জারিফ

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পরমাণু চুক্তির আরো প্রতিশ্রুতি থেকে সরছে ইরান : জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তাঁর দেশ চার বছর আগে স্বাক্ষরিত পরমাণু চুক্তির আরো কয়েকটি প্রতিশ্রুতি থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। যুক্তরাষ্ট্র গত বছর একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিলেও যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ফ্রান্স ও জার্মানি জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) নামের ওই চুক্তিটি টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ চুক্তিটি ইরান পরমাণু চুক্তি নামেই বেশি পরিচিত।

তেহরান চলতি বছরের মে মাসে চুক্তির বাধ্যবাধকতা থেকে নিজেদের সরিয়ে নেওয়া শুরু করে; স্বাক্ষরকারী অন্য দেশগুলো ইরানের অর্থনীতিকে মার্কিন নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ না নিলে একে একে সব প্রতিশ্রুতি থেকেই বেরিয়ে আসা হবে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি আগে থেকেই বলে আসছিল।

গতকাল শনিবার জারিফ চুক্তির আরো প্রতিশ্রুতি থেকে সরে আসার কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

দেশটি এর আগে চলতি বছরের মাঝামাঝি থেকে চুক্তির শর্ত ভেঙে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি এবং ইউরেনিয়াম মজুদের পরিমাণও বাড়িয়েছিল। জারিফকে উদ্ধৃত করে ইরানের আধাসামরিক বার্তা সংস্থা আইসিএএনএ জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতিতে চুক্তির প্রতিশ্রুতি কমানোর তৃতীয় পদক্ষেপ কার্যকর করা হবে। আমরা আগেই বলেছি, অন্যরা যদি চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন না করে, তাহলে আমরাও তাদের মতোই করব।

সবই করা হবে চুক্তির কাঠামোর মধ্যেই।’

শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির কর্মকর্তারা বলছেন, তেহরান এখন পর্যন্ত চুক্তির যেসব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে, তা বদলে সহজেই আগের অবস্থানে ফেরা যাবে, তবে সে ক্ষেত্রে অন্য স্বাক্ষরকারী দেশগুলোকেও তাদের সব প্রতিশ্রুতি কার্যকর করতে হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার শর্তে ২০১৫ সালে ইরান ছয় বিশ্বশক্তির সঙ্গে ওই জেসিপিওএতে স্বাক্ষর করে।

গত বছর ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে সরিয়ে নেন; ওয়াশিংটন পরে ইরানের ওপর আগের সব নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং দেশটির তেল বিক্রি আটকাতে একের পর এক পদক্ষেপ নিলে উত্তেজনার পারদ চড়তে শুরু করে।

যুক্তরাষ্ট্র গত বুধবার জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে। এর ফলে পশ্চিমে পড়াশোনা করা ইরানি এ পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা যাবে; জারিফ অবশ্য যুক্তরাষ্ট্রে তাঁর কোনো সম্পদ নেই বলে জানিয়েছেন।

গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ইরানি জনগণের অধিকার রক্ষায় কাজ করায় যুক্তরাষ্ট্র তাঁকে নিষেধাজ্ঞা দিয়েছে। ‘এ নিষেধাজ্ঞায় আমি গর্বিত’—জারিফ এমনটাই বলেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরআইবি। সূত্র : রয়টার্স।

মন্তব্য

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে আগুনে নিহত ৯

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে আগুনে নিহত ৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নার্সিং হোমে আগুন লেগে ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। গত রবিবার স্থানীয় সময় রাতে ফল রিভার শহরের গ্যাব্রিয়েল হাউসে আগুন লেগে হতাহতের দুর্ঘটনাটি ঘটেছে।  জানা গেছে, ওই নার্সিংহোমে ৭০ জন বাসিন্দা ছিল। আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীও আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের প্রায় ৫০ জন কর্মী আগুন নেভাতে কাজ করেছেন সেখানে। এর মধ্যে ছুটিতে থাকা অবস্থায় ৩০ জন কর্মীও আগুন নেভানোর কাজে যোগ দিয়েছেন। ফল রিভার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জেফরি বাকন এক বিবৃতিতে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও ফল রিভার এলাকার বাসিন্দাদের জন্য এটি মর্মান্তিক ঘটনা। শোকসন্তপ্ত পরিবারের প্রতি ফল রিভার ফায়ার সার্ভিস বিভাগের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি।
সূত্র : এএফপি

 

মন্তব্য

পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

১৮ দিনের মহাকাশ অভিযান সেরে পৃথিবীতে ফিরেছেন অ্যাক্সিয়াম-৪ মিশনের চার নভোচারী। গতকাল মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৩টা ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রশান্ত মহাসাগরের উপকূলীয় জলভাগে মিশনের গ্রুপ ক্যাপ্টেন ভারতীয় বিমানবাহিনীর শুভাংশু শুক্লা এবং তাঁর তিন মিশন সঙ্গী নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভস উজানানস্কি-ভিসনেভস্কি ও হাঙ্গেরির তিবোর কাপু সফলভাবে অবতরণ করেন। এই অবতরণের সময় লখনউতে জায়ান্ট স্ক্রিনে নজর রাখছিলেন মহাকাশচারী শুভাংশুর মা ও বাবা। স্পেসএক্সের ক্যাপসুল সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণের পর তাঁরা কেক কেটে ছেলের এই মহাকাশ জয়ের সাফল্য উদযাপন করেন।

হিউস্টনভিত্তিক বেসরকারি কম্পানি অ্যাক্সিওম স্পেস এই অভিযান পরিচালনা করেছে। এতে সহায়তা করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ভারতের ইসরো, ইউরোপের ইএসএ এবং ইলন মাস্কের স্পেসএক্স। সূত্র : এএফপি

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত
নিমিশা প্রিয়া

ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে বলে একটি সূত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি। ওই প্রতিবেদনে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। ভারত সরকার গত সোমবার দাবি করে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তার ‘সীমার মধ্যে’ সব কিছু করেছে।

ওই সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত বুধবারের জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি

 

 

মন্তব্য

ট্যাংক বিস্ফোরণে গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ট্যাংক বিস্ফোরণে গাজায় ৩ ইসরায়েলি সেনা নিহত

উত্তর গাজায় সামরিক অভিযানের সময় ট্যাংক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন একই ব্রিগেডের আরেক কর্মকর্তা। নিহত তিনজন হলেন ২১ বছর বয়সী স্টাফ-সার্জেন্ট শোহার মেনাহেম (মোশাভ ইয়ার্দেনা), ২০ বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (এফরাত) ও ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (রিশন ল্যাজিওন)। তাঁরা সবাই আইডিএফের সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে কর্মরত ছিলেন।

গাজার জাবালিয়া এলাকায় স্থানীয় হামাস ইউনিটকে নির্মূল এবং অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। ওই ট্যাংকের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে। আইডিএফ জানায়, এটি সম্ভবত একটি অপারেশনাল (কার্যক্রমসংক্রান্ত) দুর্ঘটনা, যেখানে ট্যাংকের ভেতরেই একটি শেল (গোলা) বিস্ফোরিত হয়।  এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩ জনে।

এদিকে গাজাফেরত আরেক ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। সূত্র : আলজাজিরা, টিআরটি ওয়ার্ড

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ