ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরো ৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ জন। আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে চারজন, সমরিতা প্রাইভেট হাসপাতালে একজন এবং ইসলামী ব্যাংক প্রাইভেট হাসপাতালে একজন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২০ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ১৩৬ জন।
এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরে গেছে ৩১ জন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৫৪ জনকে।
গতকাল ওই হাসপাতালে আরো ১০ জন জ্বর নিয়ে ভর্তি হয়েছে।
তাদের পরীক্ষার প্রতিবেদন না পাওয়ায় তাদের কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে কি না, তা শনাক্ত করা যায়নি। ফরিদপুর বেসরকারি আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে নতুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো চারজন ভর্তি হয়েছে এবং ফরিদপুর সমরিতা হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালে দুজন রোগী ভর্তি হয়েছে।
জেলা ডেপুটি সিভিল সার্জন আফজাল বলেন, ‘রোগীদের মধ্যে মারা গেছে একজন। চিকিৎসাধীন ১৩২ জন।
’