১০ ব্যাংকে সমন্বিত নিয়োগ :
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক বাছাই পরীক্ষার মাধ্যমে ‘অফিসার (জেনারেল)’ পদে ২৭৭৫ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) থেকে।
♦ পদের নাম : ‘অফিসার (জেনারেল)’ (২০২১ সালভিত্তিক)
♦ জব আইডি : ১০১৮১
♦ পদসংখ্যা : ২৭৭৫টি (সোনালী ব্যাংক লি.-এ ১০৫৪টি, জনতা ব্যাংক লি. ৩০২টি, অগ্রণী ব্যাংক লি. ১০০০টি, রূপালী ব্যাংক লি. ১৫টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. ৩৫টি, বাংলাদেশ কৃষি ব্যাংক ২৭৫টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২৪টি, প্রবাসী কল্যাণ ব্যাংক ১৯টি, কর্মসংস্থান ব্যাংক ৪৫টি এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-এ ৬টি)।
♦ বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৪০...৩৮৬৪০ টাকা ও অন্যান্য সুবিধা।
♦ শিক্ষাগত যোগ্যতা :
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ. কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
ঘ. গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা সিজিপিএর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নির্ধারিত হবে।
♦ আবেদন জমা এবং ফি দেওয়ার শেষ তারিখ ও সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১.৫৯টা।
♦ Verify Payment এবং Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টা।
♦ আবেদন ফি : ২০০ টাকা (অফেরতযোগ্য)।
ডাচ্-বাংলা লিমিটেডের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) ‘রকেট’-এর মাধ্যমে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি দিতে হবে।
♦ আবেদন পদ্ধতি :
ক. কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন জমা দিতে হবে। আবেদন দাখিলের বিস্তারিত নিয়ম ও শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে।
খ. সিভি আইডি নম্বর : বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে এর আগে নিবন্ধনকৃত প্রার্থীদের বিদ্যমান সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থীরা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করলে সিভি আইডি নম্বর ও পাসওয়ার্ড পাবেন, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ রাখতে হবে।
গ. প্রার্থীর বিবরণ : আবেদনের সময় প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম অবশ্যই এসএসসি অথবা সমমানের সনদ অনুযায়ী লিখতে হবে।
ঘ. প্রার্থীর বর্তমান ঠিকানা : প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগসংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে।
ঙ. প্রার্থীর স্থায়ী ঠিকানা : প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে প্রার্থীর স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। বিবাহিত মহিলা প্রার্থীরা তাদের স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করতে পারবেন। তবে অবিবাহিত মহিলা প্রার্থীরা আবেদন দাখিলের পরে বিবাহবন্ধনে আবদ্ধ হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্বামীর স্থায়ী ঠিকানার অনুকূলে নিজের স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন।

৭ ব্যাংকে অফিসার (ক্যাশ/টেলর) নিয়োগ :
অফিসার (ক্যাশ) ও অফিসার (টেলর) পদে ২৪১৬ জন নিয়োগ দেবে ৭ ব্যাংক। আবেদন করতে হবে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১.৫৯টার মধ্যে।
২ ব্যাংকে অফিসার (আইটি) নিয়োগ :
অফিসার (আইটি) পদে ৪৬৮ জন নিয়োগ দেবে সোনালী ব্যাংক (৩০৭) ও জনতা ব্যাংক (১৬১)। আবেদন করতে হবে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ রাত ১১.৫৯টার মধ্যে।
জনতা ব্যাংকে অফিসার আরসি পদ ৩৫১টি :
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংকে ‘অফিসার-রুরাল ক্রেডিট/আরসি’ পদে ৩৫১ জন নিয়োগের পৃথক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষিঋণ সম্পৃক্ত গ্রেড-২, ৩ এবং ৪ শাখাসমূহে পদায়ন করা হবে এবং সেখানে কৃষিঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে।
♦ পদের নাম ও গ্রেড : ‘অফিসার-রুরাল ক্রেডিট/আরসি’ (২০২১ সালভিত্তিক), ১০ম গ্রেড।
♦ জব আইডি : ১০১৮২।
♦ বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬০০০-১৬৮০০-১৭৬৪০...৩৮৬৪০ টাকা ও অন্যান্য সুবিধা।
♦ শিক্ষাগত যোগ্যতা :
ক. স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
খ. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
গ. কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
উল্লেখ্য, এসব বিজ্ঞপ্তির আগে ৯ ব্যাংকে ৯২২ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক।
বাছাই পরীক্ষা যেভাবে
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদের পরীক্ষা হবে তিন ধাপে। প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা হয় ১০০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে। দ্বিতীয় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ভাইভা (মৌখিক পরীক্ষা) হবে ২৫ নম্বরের ওপর। প্রিলিমিনারি বা বাছাই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটারের ওপর মোট ১০০ নম্বরের প্রশ্ন হয়। এ ক্ষেত্রে গণিতে ৩০ নম্বর, ইংরেজিতে ২৫ নম্বর, বাংলায় ২০ নম্বর, সাধারণ জ্ঞানে ১৫ এবং কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে ১০ নম্বর।
লিখিত পরীক্ষা :
অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার জন্য নির্দিষ্ট কোনো সিলেবাস বা মানবণ্টন নেই। তবে বিগত পরীক্ষাগুলোতে দেখা গেছে, লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিত থেকে মোট ২০০ নম্বরের প্রশ্ন করা হয়েছে। বাংলায় সমসাময়িক বিষয়ের ওপর একটি রচনা থাকে, এর জন্য ২০ থেকে ২৫ নম্বর। সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন অথবা ব্যাংক সম্পর্কিত দরখাস্ত লিখতে বলা হয়, এখানে ২০ নম্বর। ইংরেজির ক্ষেত্রে ফোকাস রাইটিং বা রচনা লেখার জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকে। ফোকাস রাইটিংয়ের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে ইংরেজিতে শুদ্ধভাবে লেখার দক্ষতা থাকতে হয়। ইংরেজিতে একটি প্যাসেজ দেওয়া থাকে, এই প্যাসেজের আলোকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয়, এর জন্য ২০ নম্বর। অন্যদিকে বাংলা থেকে ইংরেজি অনুবাদের জন্য বরাদ্দ ২০ নম্বর। আবার ইংরেজি থেকে বাংলা অনুবাদও থাকে, সেখানে ২০ নম্বর। আর গণিতের জন্য আগে ৭০ থেকে ৮০ নম্বরের প্রশ্ন আসত, বর্তমানে ৩৫ থেকে ৫০ নম্বরের প্রশ্ন আসতে দেখা গেছে। এ ছাড়া টীকায় ৩০ থেকে ৩৫ নম্বর।