বেতন ও ভাতা
মাসিক বেতন স্কেল ১৫,৯০০ থেকে ৩৮,৪০০ টাকা। এর সঙ্গে আনুষঙ্গিক ও উৎসব ভাতাও যোগ হবে। নিয়োগপ্রাপ্তদের দেশে ও বিদেশে প্রশিক্ষণের সুযোগ, উন্নত চিকিৎসা, পোশাক ভাতা এবং বিদেশে আবাসন ও যাতায়াত সুবিধা দেবে বিমান।
আবেদনের শর্ত ও নির্দেশনা
- সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
- এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা/ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই, সেসব ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
- নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।
- নিয়োগ সম্পর্কিত কোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট biman.gov.bd ও biman-airlines.com-এ প্রকাশ করা হবে।
- বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং কোনো ধরনের কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগ কার্যক্রম সংশোধন, পরিবর্তন, স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
দরকারি কাগজপত্র
মৌখিকের (সাক্ষাৎকার) আগে যেসব কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে—
১. অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি
২. প্রবেশপত্রের ফটোকপি
৩. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
৪. শিক্ষাগত সব সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি
৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
৬. নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি করপোরেশন/ওয়ার্ড কমিশনারের সনদ
৭. অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
আবেদনের নিয়ম
(ক) আবেদন করতে হবে অনলাইনে http://bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২২ রাত ১২টা।
এই সময়সীমার মধ্যে User ID পাওয়া প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি (১,১২০ টাকা) জমা দিতে পারবেন।
(খ) অনলাইন আবেদন ফরমে প্রার্থীদের স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০–প্রস্থ ৮০ পিক্সেল) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০–প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট।
(গ) অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে। তাই অনলাইনে আবেদনপত্র Submit করার আগেই পূরণকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
(ঘ) প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি : http://bbal.teletalk.com.bd/bbal3/circular.pdf
ফ্লাইট স্টুয়ার্ডেসের কাজ কী?
ফ্লাইট স্টুয়ার্ডেস বা ফ্লাইট স্টুয়ার্ড পদের কাজ ফ্লাইট অ্যাটেনডেন্টের মতোই। বলা যায়, ফ্লাইট অ্যাটেনডেন্ট আর ফ্লাইট স্টুয়ার্ডেস একই ধরনের পদ। বিমানের যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করেন এই পদের কর্মীরা। বিমান উড্ডয়নের আগে, উড্ডয়নকালীন এবং অবতরণের আগে ও পরে যাত্রীদের দরকারি সেবা ও কাজগুলো করেন ফ্লাইট স্টুয়ার্ডেস বা ফ্লাইট স্টুয়ার্ডরা। যাত্রীদের খাবার পরিবেশন ও বিমানের অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পেছনে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। টিকিট যাচাই, যাত্রীদের যথাযথ সিটে আসন নিতেও সহায়তা করার পাশাপাশি কোথাও কোনো সমস্যা হলে সেটারও প্রাথমিক দেখভালের দায়িত্ব তাঁদের ওপর বর্তায়। বিমান অবতরণের সময় যাত্রীদের কেউ অস্বাভাবিক বা নিয়মের বাইরে কিছু করছে কি না, এটিও তাঁদের খেয়াল রাখতে হয়।
চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগের পর প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীদের যাবতীয় কাজের ব্যাপারে ধারণা দেওয়া হয়। যাত্রীদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য ইংরেজিতে কথোপকথনে দক্ষ হতে হয় ফ্লাইট স্টুয়ার্ডদের। কোনো পরিস্থিতিতে বিমানের জরুরি অবতরণের প্রয়োজন আছে কি না, সে ব্যাপারেও বার্তা দিতে হয় তাঁদের।