kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

ওয়েব রিভিউ

প্রতিদিনের গ্রামার

৬ মার্চ, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রতিদিনের গ্রামার

৪৪০টি লেসন ও ৮৮টি কুইজ। গ্রামারের বেসিক শেখার জন্য এই তো যথেষ্ট। আর সব মিলবে ডেইলিগ্রামার ডটকম (www.dailygrammar.com) সাইটটিতে। বড় বিষয় হলো, সাইটটির নাম বেশ সহজ। মনে রাখা যায়। লেসন ১-৯০তে পাওয়া যাবে পার্টস অব স্পিচের আটটি ভাগ, এর মধ্যে আছে ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেকটিভস—এসব। লেসন নম্বর ৯১-৩০০-এর মধ্যে আছে পার্টস অব সেনটেন্স তথা বাক্যাংশ। অ্যাপোসিটিভ, প্রেডিকেট নমিনেটিভস, ডিরেক্ট অবজেক্টস প্রিপোজিশনাল ফ্রেইজের মতো জটিল বিষয়গুলোর সহজবোধ্য উপস্থাপনা। ৩০১-৪৪০-এর মধ্যকার চ্যাপ্টারগুলোর নাম দেওয়া হয়েছে মেকানিকস অব গ্রামার। গ্রামারের কারিগরি দিক তথা ক্যাপিটালাইজেশন ও পাংচুয়েশন পাবে এখানে। আর্কাইভ পেজেই পাবে সব লিংক। আর সেই আর্কাইভের লিংক পাবে প্রথম পাতায়ই। এ সাইটের আবার ই-বুক আর ওয়ার্কবুক সংস্করণও আছে। ওয়ার্ড পারফেক্ট নামের এমএস ওয়ার্ডের আগে যে সফটওয়্যারটি ছিল, ওটার সাবেক ভাইস প্রেসিডেন্ট পিট পিটারসন তৈরি করেছেন এ ওয়েবসাইট।

সাইটটি একেবারেই সরল ও খুব দ্রুত লোড হবে। গ্রাফিকসের কোনো বাহাদুরি নেই বলে যেকোনো ব্রাউজারেই খুলবে এটি। মনে হবে, যেন চমৎকার একটি গ্রামার বই-ই পড়ছ। প্রতিটি সেকশনের নিচে আছে কুইজ। তাতে আবার উত্তরও দেওয়া আছে।

 

নূসরাত জাহান নিশা

মন্তব্যসাতদিনের সেরা