ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
ওয়েব রিভিউ

প্রতিদিনের গ্রামার

notdefined
notdefined
শেয়ার
প্রতিদিনের গ্রামার

৪৪০টি লেসন ও ৮৮টি কুইজ। গ্রামারের বেসিক শেখার জন্য এই তো যথেষ্ট। আর সব মিলবে ডেইলিগ্রামার ডটকম (www.dailygrammar.com) সাইটটিতে। বড় বিষয় হলো, সাইটটির নাম বেশ সহজ।

মনে রাখা যায়। লেসন ১-৯০তে পাওয়া যাবে পার্টস অব স্পিচের আটটি ভাগ, এর মধ্যে আছে ভার্ব, নাউন, প্রোনাউন, অ্যাডজেকটিভস—এসব। লেসন নম্বর ৯১-৩০০-এর মধ্যে আছে পার্টস অব সেনটেন্স তথা বাক্যাংশ। অ্যাপোসিটিভ, প্রেডিকেট নমিনেটিভস, ডিরেক্ট অবজেক্টস প্রিপোজিশনাল ফ্রেইজের মতো জটিল বিষয়গুলোর সহজবোধ্য উপস্থাপনা।
৩০১-৪৪০-এর মধ্যকার চ্যাপ্টারগুলোর নাম দেওয়া হয়েছে মেকানিকস অব গ্রামার। গ্রামারের কারিগরি দিক তথা ক্যাপিটালাইজেশন ও পাংচুয়েশন পাবে এখানে। আর্কাইভ পেজেই পাবে সব লিংক। আর সেই আর্কাইভের লিংক পাবে প্রথম পাতায়ই।
এ সাইটের আবার ই-বুক আর ওয়ার্কবুক সংস্করণও আছে। ওয়ার্ড পারফেক্ট নামের এমএস ওয়ার্ডের আগে যে সফটওয়্যারটি ছিল, ওটার সাবেক ভাইস প্রেসিডেন্ট পিট পিটারসন তৈরি করেছেন এ ওয়েবসাইট।

সাইটটি একেবারেই সরল ও খুব দ্রুত লোড হবে। গ্রাফিকসের কোনো বাহাদুরি নেই বলে যেকোনো ব্রাউজারেই খুলবে এটি। মনে হবে, যেন চমৎকার একটি গ্রামার বই-ই পড়ছ।

প্রতিটি সেকশনের নিচে আছে কুইজ। তাতে আবার উত্তরও দেওয়া আছে।

 

নূসরাত জাহান নিশা

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ