৪৪০টি লেসন ও ৮৮টি কুইজ। গ্রামারের বেসিক শেখার জন্য এই তো যথেষ্ট। আর সব মিলবে ডেইলিগ্রামার ডটকম (www.dailygrammar.com) সাইটটিতে। বড় বিষয় হলো, সাইটটির নাম বেশ সহজ।
ওয়েব রিভিউ
প্রতিদিনের গ্রামার
notdefined

সাইটটি একেবারেই সরল ও খুব দ্রুত লোড হবে। গ্রাফিকসের কোনো বাহাদুরি নেই বলে যেকোনো ব্রাউজারেই খুলবে এটি। মনে হবে, যেন চমৎকার একটি গ্রামার বই-ই পড়ছ।
নূসরাত জাহান নিশা
সম্পর্কিত খবর