মাহজবীন শুচী। বরগুনার মেয়ে। পড়ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষে। এ বছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের মধ্যে তিনি চ্যামিপয়ন ও দ্রুততম মানবী হয়েছেন।
দ্রুততম মানবীর গল্প
- ৮ মার্চ নারী দিবস। এই বিশেষ দিনটিকে সামনে রেখে ক্যাম্পাসের এক চ্যাম্পিয়ন অ্যাথলেটের কথা জানাচ্ছেন মোবারক আজাদ
notdefined

শুচীর বাবা মো. মোখলেছুর রহমান পুলিশে কর্মরত। মা জান্নাতুল ফেরদৌসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। দুই বোনের মধ্যে শুচী বড়। ছোটবেলা থেকেই মায়ের অনুপ্রেরণায় খেলার প্রতি ভালোবাসা তাঁর।
পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি শুচী কাজ করছেন কোয়ান্টাম, বিএনসিসি, অঙ্গন, বিশ্ব সাহিত্য কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাইকেলিস্ট ক্লাবসহ আরো কিছু সংগঠনে। প্রাতিষ্ঠানিক পড়াশোনায় বিভাগীয় ফলাফলেও নিজ ব্যাচে তাঁর বর্তমান অবস্থান শীর্ষে।
সম্পর্কিত খবর