ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

তালায় প্রথম রোগী ময়না হাসপাতালে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
শেয়ার
তালায় প্রথম রোগী ময়না হাসপাতালে

সাতক্ষীরার তালায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। তার নাম নুসরাত জাহান ময়না (১০)। সে তালা উপজেলার কৃষ্ণকাটি গ্রামের নূর আলী সরদারের মেয়ে এবং কৃষ্ণকাটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

হালপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিনের প্রচণ্ড জ্বর নিয়ে গত বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হয় ময়না।

কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে ডেঙ্গু রোগী হিসেবে শনাক্ত করেন। পরে ময়নার স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর আবু মাউদ জানান, এই প্রথম তালায় কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হলো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানেই ডেঙ্গু  রোগের চিকিৎসা দেওয়া সম্ভব; কিন্তু রোগীর অভিভাবক চাইছেন, তাই তাকে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ