নির্মাণপ্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে ঢাকার পরীবাগে ১৫০ ফ্ল্যাটবিশিষ্ট ঞজটঊ কন্ডোমিনিয়াম নির্মাণের মাধ্যমে ভূয়সী প্রশংসার সঙ্গে যাত্রা শুরু করে শান্তা হোল্ডিংস। পরে তেজগাঁওয়ে ‘শান্তা ওয়েস্টার্ন টাওয়ার’, গুলশানে ‘দ্য গ্লাস হাউজ’ ও ‘শান্তা স্কাইমার্ক’-এর মতো চমৎকার সব স্থাপনাও নির্মাণ করে সাড়া ফেলেছে শান্তা হোল্ডিংস। শুধু তা-ই নয়, বেশ কিছু উল্লেখযোগ্য আবাসিক ভবনের কাজ শেষ করে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। শান্তার সব প্রকল্পই দেশ-বিদেশের বিশেষজ্ঞ স্থপতির মাধ্যমে নকশা করা হয়ে থাকে।
বেছে নিন আপনার পছন্দের ফ্ল্যাটটি
নির্মাণ ডেস্ক

বনানীর ‘দেবনএয়ার’
গুলশানের ‘চিত্রা’
সম্পর্কিত খবর