kalerkantho

সোমবার। ২৭ জানুয়ারি ২০২০। ১৩ মাঘ ১৪২৬। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১     

বেছে নিন আপনার পছন্দের ফ্ল্যাটটি

নির্মাণ ডেস্ক   

৩ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবেছে নিন আপনার পছন্দের ফ্ল্যাটটি

গুলশানের ‘জালালাবাদ হাউজ’

নির্মাণপ্রতিষ্ঠান হিসেবে ২০০৫ সালে ঢাকার পরীবাগে ১৫০ ফ্ল্যাটবিশিষ্ট ঞজটঊ কন্ডোমিনিয়াম নির্মাণের মাধ্যমে ভূয়সী প্রশংসার সঙ্গে যাত্রা শুরু করে শান্তা হোল্ডিংস। পরে তেজগাঁওয়ে ‘শান্তা ওয়েস্টার্ন টাওয়ার’, গুলশানে ‘দ্য গ্লাস হাউজ’ ও ‘শান্তা স্কাইমার্ক’-এর মতো চমৎকার সব স্থাপনাও নির্মাণ করে সাড়া ফেলেছে শান্তা হোল্ডিংস। শুধু তা-ই নয়, বেশ কিছু উল্লেখযোগ্য আবাসিক ভবনের কাজ শেষ করে গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। শান্তার সব প্রকল্পই দেশ-বিদেশের বিশেষজ্ঞ স্থপতির মাধ্যমে নকশা করা হয়ে থাকে। ডাবল হাইট সুবিশাল এন্ট্রি, অত্যাধুনিক ফায়ার ফাইটিং সিস্টেম, মাল্টিলেয়ার বেইসমেন্ট পার্কিং, আকর্ষণীয় ল্যান্ডস্কেপিং, ফুল ফার্নিশড কমিউনিটি লাউঞ্জ, প্রার্থনালয়, বারবিকিউ জোন, ছাদবাগানসহ বসার জায়গা, সুবিশাল সুইমিংপুল ও অত্যাধুনিক সুসজ্জিত জিম, বিভিন্ন দেশ থেকে আনা আধুনিক মানসম্পন্ন নির্মাণসামগ্রীসহ আধুনিক সব সুবিধা থাকায় গ্রাহকের চাহিদার শীর্ষে রয়েছে শান্তা হোল্ডিংস। সদ্য নির্মাণকাজ শেষ করা গুলশানের ৪৭ নম্বর সড়কের ‘দ্য আল্টায়ার’, বনানী ডিওএইচএসের ৪ নম্বর সড়কে অবস্থিত ‘দ্য আইজার’, ঢাকা ক্যান্টনমেন্টের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘দ্য পোলারিস’ এবং বনশ্রীর প্রধান সড়কে অবস্থিত ‘দ্য ভ্যানটেজ’-এর সীমিতসংখ্যক বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট রয়েছে। এ ছাড়া নির্মাণাধীন পর্যায়ে গুলশান, তেজগাঁও ও ধানমণ্ডিতে রয়েছে আরো ২০টি অত্যাধুনিক আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প, যার মধ্যে রাজধানীর সর্বপ্রথম ৪০ তলাবিশিষ্ট বাণিজ্যিক প্রকল্প ‘পিনাকেল’, দেশের প্রথম টুইন টাওয়ার ‘ফোরাম’ এবং আবাসিক প্রকল্পের মধ্যে গুলশানের রোড নম্বর-৭/১৩, ৫৫/৫৭, ৫৬/৬১, ৮৩, ৮৪; মিরপুরের ডিওএইচএসের পাশে শিগগিরই নির্মাণের অপেক্ষায় রয়েছে সুবিশাল গেটেড কমিউনিটি ‘ইউটোপিয়া’সহ বেশ কিছু আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প। ১৬৬৩৪ নম্বরে ফোন করে অথবা www.shantaholdings.com-এ ভিজিট করে শান্তা হোল্ডিংসের চলমান ও ভবিষ্যৎ সব প্রকল্পের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বনানীর ‘দেবনএয়ার’


গুলশানের ‘চিত্রা’

মন্তব্যসাতদিনের সেরা