ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

হাসপাতালে রোগী বেড়েছে

নূপুর দেব, চট্টগ্রাম
নূপুর দেব, চট্টগ্রাম
শেয়ার
হাসপাতালে রোগী বেড়েছে

ডেঙ্গু আক্রান্ত হয়ে বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ শরীফ নগরের রয়েল হাসপাতালে ভর্তি হয়েছেন। গত চারদিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুধু ডা. শরীফ নয়, নগর জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪২৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৬৮ জন আছে।

চিকিৎসকরা জানান, গত কয়েকদিন ধরে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি বেড়ে গেছে। এক সপ্তাহ আগে ৩২০ থেকে ৩৩০ জন চিকিৎসাধীন থাকলেও তা বেড়ে ৪২৫ থেকে ৪৫৩ জন পর্যন্ত হয়েছে। গত ২১ সেপ্টেম্বর চিকিৎসাধীন ছিল চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ৪৫৩ জন। ওই দিন ভর্তি হয়েছিল ২২৪ জন।

যা একদিনে ভর্তিতেও সর্বোচ্চ সংখ্যক রোগী। এরআগে গত ১২ সেপ্টেম্বর চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিল ৩৩২ জন।

ভর্তি চিকিৎসাধীন রোগী বাড়ার সঙ্গে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। দিকে চলতি বছরের গত প্রায় মাসের মধ্যে মাসভিত্তিক হিসাবে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছে হাজার ৮৯ জন।

যা আগের মাসের মধ্যে মাসভিত্তিক মোট আক্রান্তের সর্বোচ্চ। গত আট মাসের মধ্যে সর্বশেষ আগস্ট মাসে ছিল সর্বোচ্চ ডেঙ্গু রোগী। ওই মাসের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয়েছিল মোট হাজার ১১ জন। আগস্ট মাসে মৃত্যু হয়েছিল ২৮ জনের। আগস্ট মাসের হাসপাতালে ভর্তির রেকর্ড চলতি মাসের গত ২৪ দিনে ছাড়িয়ে গেছে।
এই সময়ে মারা গেছে ১৯ জন ডেঙ্গু রোগী। মাসভিত্তিক মৃত্যুর হিসাবে চলতি বছরের এখন পর্যন্ত গত আগস্টে সর্বোচ্চ ২৮ জন। চলতি মাসে গতকাল পর্যন্ত ২৪ দিনের মধ্যে ১৯ জন মারা গেছে। এটি দ্বিতীয় সর্বোচ্চ।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ এনতেজার ফেরদাওচ গতকাল বিকেলে কালের কণ্ঠকে বলেন, চলতি বছরে গত প্রায় নয় মাসের মধ্যে চলতি মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। গত মাসের তুলনায় এখন পর্যন্ত মৃত্যু কিছুটা কম আছে। তবে অন্যান্য মাসের তুলনায় মৃত্যু আবার বেশি।

তিনি বলেন, চট্টগ্রামে ভারি বৃস্টি নেই। থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে করে ডেঙ্গুর প্রকোপ কমছে না। আক্রান্ত গত কয়েকদিনের মধ্যে আরো বেড়েছে। আগেও বলেছি এখনও বলছি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতার বিকল্প নেই। যেভাবে রোগী বাড়ছে তাতে কবে নাগাদ ডেঙ্গুর প্রকোপ কমতে পারে তা এখন বলা যাচ্ছে না।

গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে গত মাস ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা হাজার ৮৭৬ জন। এর মধ্যে পর্যন্ত মারা গেছে ৭২ জন। তার মধ্যে শিশু-কিশোর নারী ২৫ জন করে এবং পুরুষ মারা গেছে ২২ জন। মোট আক্রান্তের মধ্যে পুরুষ হাজার ৮৩ জন, নারী হাজার ৪৫১ জন এবং শিশু হাজার ৩৪২ জন

গত জুন মাস থেকে চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। ওই মাসে ২৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে মারা যায় জন। এর পর জুলাই মাসে হাজার ৩১১ জন ভর্তি হয়। এর মধ্যে মারা যায় ১৬ জন।  আগস্টে  প্রতিদিন গড়ে ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। ওই মাসে ২৮ জনের মৃত্যু হয়। আর চলতি মাসে গতকাল পর্যন্ত ২৪ দিনে হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়। অর্থাৎ প্রতিদিন ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সরকারি হাসপাতালে হাজার ৬৪ জন এবং বেসরকারি হাজার ৮১২ জন ভর্তি হয়েছিল

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ