আনোয়ারায় হাজীগাঁও দেয়াং পাহাড় থেকে ডাকাত মোহাম্মদ আলী (৪৯) কে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার বিকেলে আনোয়ারা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ রাতে মো. আলীকে নিয়ে পাহাড়ে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করে। সে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের মৃত জালাল আহমদের পুত্র।
সূত্রে জানা যায়, ডাকাত মো. আলী দুই বছরের সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামি। একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে এসে সে আবারও ডাকাতি, দস্যুতা ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পাহাড় এলাকায় তার একটি ডাকাতদলও একসময় ছিল। তার একটি অস্ত্রের ভাণ্ডারও রয়েছে বলে জানা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাসান বলেন, গ্রেপ্তারকৃত মো আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনের একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, দুটি কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়। নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়।