চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ইপিজেড থানার নৌ বাহিনীর ঈশা খাঁ জেটিসংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ কালের কণ্ঠকে বলেন, নদীতে ভাসতে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।