আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে মুক্তিযুদ্ধের পক্ষের চিকিৎসকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২১ বছর যারা দেশ পরিচালনা করেছিল, তারা চিকিৎসক তো দূরের কথা দেশের জন্যও কিছু করেনি। বরং নিজেদের আখের গুছিয়েছেন।
‘শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গত শুক্রবার রাতে চট্টগ্রাম ক্লাবে শিশুস্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন (বিপিএ) চট্টগ্রাম শাখা আয়োজিত অভিষেক ও ফ্যামেলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, স্বাচিপ কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রামের ৬ গুণী চিকিৎসককে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
সম্পর্কিত খবর