চট্টগ্রামের ফটিকছড়িতে সেতুর রেলিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাক নদীতে পড়েছে। গতকাল রবিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের উত্তর ধুরুং এলাকার ধুরুং নদীর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দ্রুতগতির খালি ড্রাম ট্রাক উত্তর দিক থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ধুরুং নদীর রেলিং ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শুকনো নদী থেকে ট্রাক চাপা পড়া ট্রাকচালক শিহাব উদ্দিন (২৬) কে উদ্ধার করে।
এ বিষয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ভোরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।