ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭
চকরিয়া

তিন প্রবাসীর লাশ এল দেশে, একসঙ্গেই জানাজা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
তিন প্রবাসীর লাশ এল দেশে, একসঙ্গেই জানাজা

সংযুক্ত আরব আমিরাতে এক সড়ক দুর্ঘটনায় একজন এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান দুইজন; তাঁরা তিনজনই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। মার্চের শেষ দিকে মারা গেলেও আইনগত জটিলতায় তাদের লাশ দেশে আনতে বিলম্বিত হয়; সৃষ্টি হয় নানা জটিলতা। এই অবস্থায় তাঁদের লাশ দ্রুত দেশে আনতে এগিয়ে আসে প্রবাসীদের সংগঠন চকরিয়া প্রবাসী ফোরাম ও প্রবাসী সোসাইটি।

মারা যাওয়া তিন প্রবাসীরা হলেন-চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাজারবিল গ্রামের মৃত দেলোয়ার হোসনের পুত্র মিজবাহ উদ্দীন (৩১)।

তিনি গত ২২ মার্চ দুবাইয়ে নিজ রুমে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন। কৈয়ারবিল ইউনিয়নের ভরাইন্নার চর এলাকার আবদুল হাকিমের পুত্র আবদুল হালিম প্রকাশ ওসমান (৪২)। তিনিও ২৩ মার্চ আরব আমিরাতের শহর আজমানে ব্রেনস্ট্রোকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কাকারা ইউনিয়নের মাইজ কাকারা গ্রামের আবদুল করিমের পুত্র মোহাম্মদ আলমগীর (৩২) গত ২১ মার্চ সড়ক দুর্ঘটনায় মারা যান।

অবশেষে তাঁদের লাশ বিমানে করে প্রথমে চট্টগ্রাম বিমানবন্দর এর পর সড়কপথে গ্রামের বাড়ি এসে পৌঁছেছে গতকাল বৃহস্পতিবার সকালে। গতকাল দুপুরে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একসঙ্গে তিনজনের জানাজাও অনুষ্ঠিত হয়। এর পর স্ব স্ব গ্রামে পাঠানো হয় মরদেহের কফিন।

দুবাইয়ে অবস্থানরত চকরিয়া প্রবাসী ফোরামের সভাপতি ইসহাক হুমায়ুন কালের কণ্ঠকে জানান, প্রবাসে কোনো সদস্য মারা গেলে তাদের লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে উদ্যোগ নিতে আমাদের সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ।

আমরা গেল জানুয়ারি মাসেও দেশে পাঠিয়েছি বরইতলীর শওকতের লাশ। অভাবগ্রস্ত হওয়ায় শওকতের পরিবার আশা ছেড়ে দিয়েছিলেন তাঁর লাশ দেখবে কি-না। পরিবারের সেই আশা কিন্তু পূরণ করেছে চকরিয়া প্রবাসী ফোরাম।

তিনি জানান, তারই ধারাবাহিকতায় মার্চ মাসে মারা যাওয়া তিনজন প্রবাসীর লাশও দেশে ফেরত পাঠাতে সক্ষম হই। এতে পরিবারগুলো তাদের প্রিয়মুখ শেষবারের মতো দেখা, জানাজা-দাফনের সুযোগ পেল।

এটাই সংগঠনের সার্থকতা।

তাঁদের জানাজায় উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যথাক্রমে ফাঁসিয়াখালীর হেলাল উদ্দিন, কাকারার শাহাব উদ্দিন ও কৈয়ারবিলের মক্কী ইকবাল হোসেন, চকরিয়া প্রবাসী ফোরাম ও প্রবাসী সোসাইটির চকরিয়ায় অবস্থানরত নেতৃবৃন্দ যথাক্রমে কেন্দ্রীয় সহ সভাপতি ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মিনার চৌধুরী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ এবং পরিবারগুলোর সদস্যরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ