ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ২৫ জুলাই ২০২৫
৯ শ্রাবণ ১৪৩২, ২৯ মহররম ১৪৪৭

সাবেক স্ত্রীর ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
সাবেক স্ত্রীর ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরাফাত হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার নগরের লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় আরাফাতকে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, কিছুদিন আগে আরাফাতকে তালাক দেন তাঁর সাবেক স্ত্রী।

এতে ক্ষুব্ধ হয়ে আরাফাত সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। মেয়েটি অভিযোগ জানানোর পর আরাফাতকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭ থেকে জানানো হয়, নিজের পরিচয় গোপন রেখে ২০২০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আরাফাত হোসেন। তিন মাস পর ওই ছাত্রীকে বিয়ের জন্য চাপ দিলে, মেয়েটি তার পরিবারকে না জানিয়ে ওই বছরের সেপ্টেম্বরে আরাফাতকে বিয়ে করেন।
বিয়ের পর আরাফাত চকবাজার খালপাড় আবাসিক এলাকায় বাসা ভাড়া নেন। ওই সময় স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন ছবি তিনি কৌশলে মোবাইলে ধারণ করতেন। ছাত্রীর দাবি আরাফাত বেকার ও মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন সময়ে টাকার জন্য তার ওপর শারীরিক নির্যাতন করেছেন।
মায়ের অসুখের কথা বলে একসময় মেয়েটি তার পরিবারের কাছে ফিরে যান এবং বিয়ের কথা জানান। কিছুদিন আগে আরাফাতকে তালাক দেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ