ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

ঢাকা, রবিবার ২৭ জুলাই ২০২৫
১২ শ্রাবণ ১৪৩২, ০১ সফর ১৪৪৭

‘ডিমেনশিয়া স্মৃতি লোপজনিত রোগ যা ক্রমান্বয়ে বাড়তে থাকে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
‘ডিমেনশিয়া স্মৃতি লোপজনিত রোগ যা ক্রমান্বয়ে বাড়তে থাকে’

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগ আয়োজিত ডিমেনশিয়া বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, এটি একটি স্মৃতি লোপজনিত রোগ, যা ক্রমান্বয়ে বাড়তে থাকে। রোগী ধীরে ধীরে পরিচিত জায়গা, সময়, পরিচিতি ইত্যাদি ভুলে যায়। প্রাথমিকভাবে শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগ ভালো হয়। অনেক ক্ষেত্রে আবার চিকিৎসায়ও ভালো হয় না।

তবে যথাসময়ে পরীক্ষা-নিরীক্ষা করে রোগ শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা গেলে এর ক্রমবর্ধমান প্রক্রিয়াকে ৭-৮ বছর আটকে রাখা যায়। আমাদের দেশে এ সংক্রান্ত যথোপযুক্ত পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এখনো পাওয়া যায় না। গত মঙ্গলবার হাসপাতালের লেকচার গ্যালারিতে সচেতনতামূলক এই সেমিনার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হাসপাতাল কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ তাহের খান ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাসানুজ্জামান।
সেমিনারে আরো বক্তব্য রাখেন মেরিন সিটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সুযত পাল, হাসপাতালের অটিজম ও শিশুবিকাশ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, সাংবাদিক চৌধুরী ফরিদ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মালিহা হাকিম, হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোমেন চৌধুরী প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ