কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় তিন রোহিঙ্গাসহ চারজনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়, যা অনাদায়ে তাদের আরও এক বছর করে কারাবাসে থাকতে হবে।
গতকাল বুধবার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন বলে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান।
সাজাপ্রাপ্তরা হলেন-মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল, বদি আলম এবং ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী।