রাষ্ট্রপতি কর্তৃক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী আবারও নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অজিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ নুরুল হুদা সিকদার, রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দীন
শাহরিয়ার, ম্যানেজার (অর্থ ও হিসাব) পুলিন কান্তি মিত্র, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এম ইউ জামান, সহকারী লাইব্রেরিয়ান মঞ্জুরুল আলম।
প্রফেসর অজিত কুমার দাশ বলেন, ‘প্রখ্যাত রসায়ন ও শিক্ষাবিদ প্রথিতযশা গবেষক ও শিক্ষক প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারীকে পুনঃনিয়োগ প্রদান করায় মহামান্য রাস্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি।’
সংবর্ধিত উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ‘কর্মজীবনে একজন মানুষ যদি কর্মনিষ্ঠ, সততা এবং পরিশ্রম করে তবে অবশ্যই যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।