চট্টগ্রামের প্রথম ও একমাত্র পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ' এর সর্বনিম্ন কক্ষভাড়া ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকার অঙ্কে যা ২৩ হাজার ৪০০ (ডলার ৭৮ টাকা হিসাবে)। এই ভাড়ার সাথে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে দুজনের একরাত থাকা, বুফে ব্রেকফাস্ট, ফ্রি ইন্টারনেট ও সুইমিং পুল এবং জিম ব্যবহারের সুযোগ রয়েছে। কমিশন ও ছাড়ের পর হোটেল কর্তৃপক্ষ এই ভাড়ায় আগামী ১৫ এপ্রিল থেকে বুকিং নিচ্ছে।
চট্টগ্রামের প্রথম পাঁচতারা হোটেল রেডিসন
সর্বনিম্ন কক্ষভাড়া ২৩ হাজার ৪০০ টাকা
আসিফ সিদ্দিকী

বিষয়টি নিশ্চিত করে রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ এর ম্যানেজার (সেলস ও মার্কেটিং) জেসন সালগাডো কালের কণ্ঠকে বলেন, 'আমাদের সর্বনিম্ন কক্ষভাড়া ৫২৫ মার্কিন ডলার। নতুন গ্রাহককে এই কক্ষ এখন আমরা ৩০০ ডলারে বুুকিং দিচ্ছি।
তবে কর্পোরেট গ্রাহকদের জন্য ভাড়া কম রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, 'আগামী ১৫ এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে ইতোমধ্যে অনেক কক্ষ বুকিং হয়ে গেছে।'
জানা গেছে, ২২তলা বিশিষ্ট এই হোটেল কক্ষ রয়েছে ২৪১টি। এর মধ্যে ২২২টি সুপিরিয়র রুম।
এদিকে একই গ্রুপের ঢাকার পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন'-এ সর্বনিম্ন কক্ষভাড়া হচ্ছে ২৫৫ ডলার। অর্থাৎ বাংলাদেশি ১৯ হাজার ৮৯০ টাকা। এই ভাড়ার সাথে অবশ্য ১০ শতাংশ সার্ভিস চার্জ ও ১৫ শতাংশ ভ্যাট যোগ হবে। একই আকারের কক্ষভাড়া ঢাকার চেয়ে চট্টগ্রামে বেশি নিচ্ছে রেডিসন চিটাগাং কর্তৃপক্ষ। এ বিষয়ে অবশ্য তাঁরা সরাসরি কোনো মন্তব্য করেননি।
খোঁজ নিয়ে জানা গেছে, হোটেল ব্যবসায় চট্টগ্রামে এতদিন ব্যবসা করে আসছিল চারতারা (স্টার) হোটেল পেনিনসুলা, চারতারা হোটেল আগ্রাবাদ ও তিনতারা হোটেল টাওয়ার ইন।
এছাড়া বেশ কিছু বুটিক হোটেল বিদেশিদেরকে সেবা দিয়ে আসছে। কিন্তু প্রথম পাঁচতারা হোটেল 'রেডিসন ব্লু চিটাগাং-বে ভিউ' উদ্বোধনের পর থেকে তারাও একটু নড়েচড়ে বসেছে। ইতোমধ্যে পাঁচতারা হোটেলের সাথে পাল্লা দিয়ে নিজেদের প্রস্তুত করেছে। দিচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অফার।
চট্টগ্রামে তিন, চার ও পাঁচতারা হোটেলে বিদেশি বিমান সংস্থা, বহুজাতিক কপর্োরেট গ্রুপ এবং তৈরি পোশাক শিল্পের বিদেশি ক্রেতারা সেবা নিয়ে থাকেন।
চারতারা মানের বিদেশি এয়ারলাইন্স ওমান এয়ার প্রতিদিন দেড়শ' যাত্রী ধারণক্ষমতার একটি ফ্লাইট চট্টগ্রাম-মাস্কাট রুটে যাত্রী পরিবহন করছে। বিদেশি যাত্রী ও বিমান ক্রুদের অনেকে চট্টগ্রামের চারতারা হোটেলের সেবা নেয়। এ বিষয়ে ওমান এয়ারের কান্ট্রি ম্যানেজার খন্দকার এ কবির কালের কণ্ঠকে বলেন, 'কেবিন ক্রু ও পাইলটরা সর্বোচ্চ আতিথেয়তা নিতে চায়। আগে অন্য হোটেলের সেবা নিলেও চট্টগ্রামের পাঁচতারা হোটেল বিমান পরিচালনকারীদের জন্য নতুন বিকল্প তৈরি করলো। এখন চিটাগাং রেডিসন কতটা ভালো সেবা দিচ্ছে ও রেইট নিচ্ছে তার ওপর নির্ভর করছে সবকিছু।'
তবে অনেকে ন্যূনতম কক্ষ ভাড়া ৩০০ ডলারকে বেশি বলে মনে করছেন। তাঁরা বলছেন, ঢাকার স্টার হোটেলগুলোর মতো এই ভাড়া দুই থেকে আড়াইশ ডলারের মধ্যে হতে হবে। তা না হলে বিদেশিদের ঢাকামুখী প্রবণতা কমানো যাবে না।
সম্পর্কিত খবর