<p>এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়। </p> <p>নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, তেল আবিবের উত্তরে সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে ড্রোন হামলা হয়েছে। হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবারের কোনো সদস্য ওই বাসভবনে ছিলেন না। ফলে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সিনওয়ারের ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে যা জানা গেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/19/1729325747-ea2c33f007e33bf09ca81a920a60e7f7.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সিনওয়ারের ময়নাতদন্তের প্রতিবেদন সম্পর্কে যা জানা গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/19/1436768" target="_blank"> </a></div> </div> <p>ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ছোড়া একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে। আলজাজিরা জানিয়েছে, হামলার পরপর ঘটনাস্থলে যায় পুলিশ।</p> <p><iframe frameborder="0" height="380" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/JakeGagain/status/1847526220382228954" width="380"></iframe></p> <p>এ ছাড়া একই সময় তেল আবিবে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ড্রোনটি লেবানন থেকে ছোড়া হয়েছিল এবং এটি সরাসরি নেতানিয়াহুর ব্যক্তিগত বাড়িতে আঘাত হেনেছে। এটি লেবানন থেকে ৭০ কিলোমিটার উড়ে গিয়ে নেতানিয়াহুর বাড়িতে আছড়ে পড়ে।</p> <p> </p>