<p>নাইজেরিয়ার উত্তর নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। ওই নৌকার বেশিরভাগ যাত্রী নারী ও শিশু বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া ১৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।</p> <p>মকওয়ার স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান জিব্রিল আবদুল্লাহি মুরেগি বলেছেন, গত মঙ্গলবার রাতে নাইজার নদীতে প্রায় ৩০০ যাত্রীসহ কাঠের নৌকাটি ডুবে যায়।</p> <p>রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ধর্মীয় উত্সব থেকে ফিরে আসার সময় যাত্রীবাহি নৌকাটি ডুবে যায়। গতকাল বুধবার গভীর রাতে একজন স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।</p> <p>সূত্র : রয়টার্স</p> <p> </p> <p> </p>