<p>রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দুটি শহরে বন্দুকধারীরা ২০ জনকে হত্যা করেছিল গত রবিবার। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার একজন সশস্ত্র ব্যক্তি মাখাচকালায় অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। এ তথ্য পাওয়ার পর গতকাল মঙ্গলবার রাশিয়ার দাগেস্তান এলাকায় অস্থায়ীভাবে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।</p> <p>ওই অঞ্চলের পুলিশ মাখাচকালার বেশ কয়েকটি রাস্তায় চেকপোস্ট বসিয়েছে। এ ছাড়া শহরের একটি স্কয়ারে ওই সশস্ত্র লোকের উপস্থিতির খবর পেয়ে লোকজনকে এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়। আরআইএ রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।</p> <p>মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে বলেছেন, কয়েক ঘণ্টা পরেই পুলিশ মাখাচকালার কেন্দ্রে বিশ্ববিদ্যালয় স্কয়ারের চারপাশ থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। রুশ গণমাধ্যম জানিয়েছে, পুলিশ আরো তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং সন্দেহজনক যানবাহন থামানো হচ্ছে। </p> <p>গত রবিবার মুসলিমপ্রধান অঞ্চল দাগেস্তানে পুলিশ, অর্থডক্স খ্রিস্টানদের গির্জা, ইহুদিদের সিনাগগ উপাসনালয়ে বন্দুকধারীরা হামলা চালায়। প্রজাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শহর মাখাচকালা এবং ডারবেন্টে ২০ জনকে হত্যা করে তারা। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। দাগেস্তানের এই দুই শহরে অর্থডক্স উৎসব পেন্টেকস্ট চলার সময় এসব হামলা চালানো হয়। </p> <p>রুশ তদন্ত কমিটি জানিয়েছে, একজন অর্থোডক্স ধর্মযাজকসহ ১৫ পুলিশ সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই হামলায়। দাগেস্তানের স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের মতে, এ ঘটনায় আরো ৪৬ জন আহত হয়েছেন। দাগেস্তানের দুই শহর ডারবেন্ট ও মাখাচকালায় অর্থডক্স উৎসব পেন্টেকস্ট চলার সময় এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন অঞ্চলটির প্রধান। </p> <p>সূত্র : আল-অ্যারাবিয়া</p>