<p>ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে সামরিক অভিযান শেষ করার এবং লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন আক্রমণের দিকে প্রচেষ্টা পুনর্নির্দেশের প্রস্তাব দিয়েছে।</p> <p>ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল১২ তাদের প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী রাফাতে সামরিক আক্রমণ বন্ধ করার এবং উত্তরে লেবাননের দিকে অভিযানে অগ্রসর হওয়ার সুপারিশ করেছে।</p> <p>লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় দেশটির সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার তালেব সামি আবদুল্লাহ নিহত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা তীব্রভাবে বেড়েছে। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ বৃহস্পতিবার উত্তর ইসরায়েলে ১৫০টি রকেট ছুড়েছে। এর আগে বুধবারও তারা ২১৫টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালায়। গত ৮ অক্টোবর সংঘর্ষ শুরুর পর থেকে এটি হিজবুল্লাহর সবচেয়ে বেশি রকেট উৎক্ষেপণের ঘটনা।</p> <p>তেল আবিব গাজা উপত্যকায় মারাত্মক আক্রমণ চালিয়ে যাওয়ার পাশাপাশি হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ চলায় ইসরায়েল ও লেবাননের সীমান্তে উত্তেজনা বেড়েছে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ক্রমাগত নৃশংস আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। এতে দেশটি আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে।</p> <p>স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি আহত হয়েছে ৮৫ হাজারেরও বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধের আট মাসে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবের সঙ্গে গাজার বিস্তীর্ণ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।</p> <p>অন্যদিকে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার জন্য অভিযুক্ত। সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে রাফাতে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৬ মে শহরটিতে আক্রমনের আগে ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছিল।</p> <p>সূত্র : আনাদোলু এজেন্সি</p>