<article> <p style="text-align: justify;">বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্কাইডাইভিংয়ের রেকর্ড পুনরুদ্ধার করেছেন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা আলফ্রেড এল ব্লাশকা। স্কাইডাইভিংয়ের সময় তাঁর বয়স ছিল ১০৬ বছর ৩২৭ দিন। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ২০২০ সালে ১০৩ বছর বয়সে প্রথমবারের মতো সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্কাইডাইভিংয়ের রেকর্ড গড়েন আলফ্রেড।</p> </article> <article> <p style="text-align: justify;">সেবার যমজ নাতির গ্র্যাজুয়েশন উদযাপন করতে ১৪ হাজার ফুট ওপরে উড়ন্ত বিমান থেকে লাফ দিয়েছিলেন। ওই সময় আলফ্রেড বলেন, ‘এটা আমার স্বপ্ন ছিল। কখনো ভাবিনি এত দূর আসব।’</p> <p style="text-align: justify;">তবে বছর দুয়েক পর তাঁর রেকর্ড ভেঙে দেন রুত লিনিয়া ইনগেগার্ড লারসন নামের এক নারী। আলফ্রেডের রেকর্ড ভাঙার সময় রুতের বয়স ছিল ১০৩ বছর ২৫৯ দিন।</p> </article> <article> <p style="text-align: justify;">এরপর হারানো রেকর্ড পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন আলফ্রেড। তবে এবার একা লাফ দেননি তিনি, সঙ্গে ছিলেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। তবে এটাই ছিল অ্যাবটের প্রথম স্কাইডাইভিং।</p> </article> <p style="text-align: justify;">প্রতিকূল আবহাওয়া ও সময়সূচি সংক্রান্ত সমস্যার কারণে চারবার স্থগিত হয় তাঁদের স্কাইডাইভিং। অবশেষে গত বছরের ২৭ নভেম্বর সকালে স্কাইডাইভিংয়ের জন্য বিমানে চড়েন আলফ্রেড ও অ্যাবট। এরপর তাঁদের ৯ হাজার ফুট উঁচুতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রশিক্ষকের সহায়তায় লাফ দেন দুজন।</p> <p style="text-align: justify;">স্কাইডাইভিং শেষে আলফ্রেড বলেন, ‘আপনি যদি মনে করেন আপনি পারবেন না, তাহলে আপনি নিজেকে অবমূল্যায়ন করছেন। প্রত্যেকে নিজের ধারণার চেয়েও বেশি সামর্থ্যবান। তাঁদের শুধু চেষ্টা করার সিদ্ধান্ত নিতে হবে।’</p> <article> <p style="text-align: justify;">সূত্র : <strong>গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস</strong></p> </article>