<p>যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো একজন। মার্কিন-মেক্সিকো সীমান্তে টহল দায়িত্বে নিযুক্ত একটি ন্যাশনাল গার্ড হেলিকপ্টারটি শুক্রবার (৮ মার্চ) টেক্সাসে বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুই সেনা ও একজন মার্কিন বর্ডার টহল এজেন্ট নিহত হন এবং অন্য একজন সেনা আহত হন বলে সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।</p> <p>ইউএইচ-৭২ লাকোটা হেলিকপ্টারটি টেক্সাসের রিও গ্র্যান্ডে সিটির কাছে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এ ছাড়া বিধ্বস্তের কারণ তদন্তাধীন বলে মার্কিন সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। </p> <p>লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন টেক্সাসের জননিরাপত্তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত মাসেও বেশ কিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এ ঘটনায় দুজন নিহত হন। এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট। ৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সেনা।</p> <p><strong>সূত্র : হিন্দুুস্তান টাইমস</strong></p>