<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ) ও সহযোগী সংগঠন কটন কাউন্সিল ইন্টারন্যাশনালের (সিসিআই) উদ্যোগে আয়োজিত কটন ডে ২০২৪ উদযাপন করল যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নবমবারের মতো এই কটন ডে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। এতে তুলা ও তৈরি পোশাক শিল্পের গুরুত্বপূর্ণ অংশীদাররা অংশ নেন এবং যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে টেকসই পোশাক সরবরাহ চেইন নিয়ে আলোচনা করেন। উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমেরিকার তুলা চাষিরা উন্নত কৃষি প্রযুক্তি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বের সেরা মানের তুলা উৎপাদন করেন। এই উৎকর্ষের প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের তুলা সর্বোচ্চ মান ও টেকসই চাহিদা পূরণ করে, যা বৈশ্বিক টেক্সটাইল প্রস্তুতকারকদের জন্য পছন্দের উৎস।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>