kalerkantho

সোমবার  । ১৯ শ্রাবণ ১৪২৭। ৩ আগস্ট  ২০২০। ১২ জিলহজ ১৪৪১

গালওয়ানের পর হট স্প্রিং এলাকা থেকেও সরল চীনা বাহিনী

কালের কণ্ঠ অনলাইন   

৭ জুলাই, ২০২০ ২০:১৯ | পড়া যাবে ২ মিনিটেগালওয়ানের পর হট স্প্রিং এলাকা থেকেও সরল চীনা বাহিনী

বিতর্কিত গালওয়ান উপত্যকা থেকে চীনা সেনাবাহিনী সরতে শুরু করেছে। সোমবার এই তথ্য জানায় ভারতের কেন্দ্রীয় সরকার। আর মঙ্গলবার জানা গেল, শুধু গালওয়ান উপত্যকা নয়। বিতর্কিত হট স্প্রিং এলাকা থেকেও অন্তত দু’কিলোমিটার পেছনে সরেছে চীনা সেনাবাহিনী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ১৫ নম্বর প্যাট্রলিং পয়েন্ট থেকে পুরোপুরি বাহিনী প্রত্যাহার করে নিয়েছে পিপলস লিবারেশন আর্মি। ফিঙ্গার পয়েন্ট ৫ থেকে ফিঙ্গার পয়েন্ট ৮ চিহ্নিত এলাকার মধ্যে সারি সারি কালো ত্রিপল ঢাকা চীনের সেনার ক্যাম্প লক্ষ্য করা গিয়েছিল। সেখান থেকেও ছাউনি উধাও হয়ে গেছে। ভারতের বাহিনীও সরে এসেছে পেছনে। ফলে গালওয়ানের মতো এখানেও তৈরি হয়েছে একটি নিরপেক্ষ অঞ্চল তথা বাফার জোন। 

এদিকে গোগরা হট স্প্রিং এলাকায় ট্রাক, বুলডোজার নিয়ে ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে আসছিল চীনের সেনারা। সেই জায়গা থেকে গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। বুধবারের মধ্যে সেই জায়গা পুরো খালি হয়ে যেতে পারে বলে মনে করছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

এর আগে রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে টেলিফোনে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেই ফোনালাপের পরেই সোমবার থেকে এই পদক্ষেপ শুরু করে চীনারা। জানা গেছে, দোভাল ও ওয়াং’র আলোচনায় উঠে এসেছে, সীমান্তে স্থিতাবস্থা ও শান্তি ফেরানোর জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং পর্যবেক্ষণ জরুরি বলে সহমত হয়েছে চীন। এর পরে চীন সেনা সরালে ভারতও সরে আসে।

মন্তব্যসাতদিনের সেরা