kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

ফিল্মি কায়দায় দু'হাতে বন্দুক নিয়ে নাচলেন বিজেপি'র এমপি! ভাইরাল ভিডিও

কালের কণ্ঠ অনলাইন   

১০ জুলাই, ২০১৯ ১৫:১৮ | পড়া যাবে ২ মিনিটেভারতের উত্তরাখণ্ডের বিজেপি'র এমপি প্রণব চ্যাম্পিয়ন। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে,ফিল্মি কায়দায় দু'হাতে বন্দুক নিয়ে নাচছেন তিনি। মাঝেমধ্যে হিন্দি ছবির গানের তালে তাল মিলিয়ে নাচের ফাঁকে পানীয়র গ্লাসে চুমুক দিয়ে দিচ্ছেন। তার দুহাতে ছোট-বড় রাইফেল ও পিস্তলসহ মোট ৪টি বন্দুক। তাকে ঘিরে নাচছেন আরও তিন-চার জন। ভিডিওটি প্রকাশের পর অস্বস্তিতে পড়েছে উত্তরাখণ্ডের বিজেপি। 

জানা গেছে, সম্প্রতি পায়ে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন প্রণব চ্যাম্পিয়ন। আর এ উপলক্ষে নিজের ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে আনন্দ-ফুর্তিতে মাতেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

মাস খানেক আগেই এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে বিতর্কে জড়ান প্রণব চ্যাম্পিয়ন। এই প্রেক্ষিতে ওই সাংবাদিক দিল্লির চাণক্যপুরি থানায় প্রণব চ্যাম্পিয়নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সাংবাদিককে খুনের হুমকি দেওয়ার ঘটনায় তাকে তিন মাসের জন্য বরখাস্ত করে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি। 

বরখাস্ত হওয়ার পরও আচরণে কোনও পরিবির্তন ঘটেনি প্রণবের। ভিডিওতে তারই প্রমাণ মিলেছে। 

এই ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। এ বিষয়ে রাজ্য বিজেপির নেতৃত্বের সঙ্গে কথাও বলা হচ্ছে।

সূত্র : জি-নিউজ 

 

মন্তব্যসাতদিনের সেরা