kalerkantho

বৃহস্পতিবার । ১৮ অগ্রহায়ণ ১৪২৭। ৩ ডিসেম্বর ২০২০। ১৭ রবিউস সানি ১৪৪২

দুই ইঁদুরের তুমুল মারামারি, পাশে দাঁড়িয়ে হতবাক বিড়াল! (ভিডিও)

অনলাইন ডেস্ক   

৩১ জুলাই, ২০২০ ১৫:১৫ | পড়া যাবে ১ মিনিটেদুই ইঁদুরের তুমুল মারামারি, পাশে দাঁড়িয়ে হতবাক বিড়াল! (ভিডিও)

ইন্টারনেটের কল্যাণে মানুষের চোখের সামনে ঘটে যাওয়া অবাক করা ঘটনাগুলো দেখার সৌভাগ্য হয় অন্যদের। কারো বাড়িতে ঘটে যাওয়া ছোট-ছোট ঘটনাগুলোই মজার উপকরণ হয়ে ওঠে, ভাইরাল হয় ভিডিও। 

এমনই এক ভিডিও-তে দেখা যায়, দুটি ইঁদুর তুমুল মারামারি শুরু করেছে। যেন রাজ্য দখলের লড়াই। সবচেয়ে অবাক বিষয়ে হচ্ছে, পাশেই একটা বিড়াল দাঁড়িয়ে। কোনো বিড়ালের চোখে ইঁদুর পড়লে শুরু হয় 'ইঁদুর-বিড়াল' খেলা। আর এখানে জলজ্যান্ত দু-দুটো ইঁদুরকে পেয়েই বিড়াল চুপচাপ দাঁড়িয়ে। বোঝা যায়, ওই দুটো ক্ষুদ্র প্রাণী এই মারামারি দেখে সে ভিড়মি খেয়েছে। অবাক হয়ে পুরা দৃশ্যটাই যেন উপভোগ করল বিড়ালটি। সামনে শিকার দেখেও এগিয়ে যাওয়ার কোনো প্রবণতাই বিড়ালটির মধ্যে লক্ষ্য করা গেলো না। নেটিজেনরা এই ভিডিও-তে দারুণ মজা পেয়ে গেছেন। এমন দৃশ্য কি আর সহজে চোখে পড়ে! 

মন্তব্যসাতদিনের সেরা