<p>ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন অনেক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।</p> <p>প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ৯০ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকার কিছু বেশি। দাম কমার তালিকায় নাম লিখিয়েছে প্রায় সাড়ে তিন শ প্রতিষ্ঠান। এর মধ্যে ক্রেতাসংকটে পড়েছে আড়াই শর বেশি প্রতিষ্ঠান।<br /> সূচকের বড় পতন কমেছে লেনদেনক্রেতাসংকটে পড়া এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দিনের সর্বনিম্ন দামে বিপুল পরিমাণে বিক্রির আদেশ বসিয়েছে বিনিয়োগকারীদের একটি অংশ। কিন্তু ক্রেতা না থাকায় বেশির ভাগ বিনিয়োগকারী হতাশ হচ্ছেন। দিনের সর্বনিম্ন দামে বিক্রির চেষ্টা করেও তাঁরা বিক্রি করতে পারছেন না।</p> <p>ডিএসই ও সিএসই সূত্র জানায়, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯৫.৬৬ পয়েন্ট কমে ৫৩৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ২১৮৭ পয়েন্ট কমে ১১৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৭.২৮ পয়েন্ট কমে ১৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।</p> <p>ডিএসইতে মোট ৩৮০টি কম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২০টি কম্পানির, কমেছে ৩৫৫টির এবং অপরিবর্তিত আছে ১৫টির।</p> <p>ডিএসইতে এদিন মোট ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।</p> <p>অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৮.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৬২ পয়েন্টে।</p> <p>সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭.৯২ পয়েন্ট কমে ১৫৩৮৮ পয়েন্টে, শরিয়া সূচক ১৩.৪৭ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৯৪.৩৭ পয়েন্ট কমে ১১৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।</p> <p>সিএসইতে ১৪২টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ছয়টি কম্পানির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত আছে ১০টির।</p> <p>দিনশেষে সিএসইতে দুই কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।</p> <p>পাঁচ দিন বন্ধ থাকার পর গতকাল দেশের পুঁজিবাজার আবার খুলেছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে এদিন কিছুটা কম সময় লেনদেন হয়। সকাল ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত এই লেনদেন চলে। আজও একই সূচিতে লেনদেন চলবে। নির্বাহী আদেশে দেওয়া তিন দিনের সাধারণ ছুটির কারণে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দেশের সব অফিস-আদালত বন্ধ ছিল। একই কারণে বন্ধ ছিল দেশের পুঁজিবাজারও। কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে এই ছুটি ঘোষণা করা হয়। এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল।</p>