<p>টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে বোলিং নিয়ে খুশি বাংলাদেশের অধিনায়ক শান্তও। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। </p> <p>আগের দুই ম্যাচ খেলা মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলী অনিক বাদ পড়ছেন। যুক্ত হচ্ছেন শেখ মেহেদী হাসান এবং ওপেনার তানজিদ তামিম। </p> <p>হায়দরাবাদে আজ টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তার বিদায়ি ম্যাচে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা।</p> <p>সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে ২-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচ তাই হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর মিশন।</p> <p><strong>বাংলাদেশ একাদশ : </strong><br /> পারভেজ হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।</p> <p><strong>ভারত একাদশ :</strong> </p> <p>সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, নীতিশ রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদব।</p>