<p>ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই তাঁর অবসর নিয়ে আলোচনা শুরু হয়। সেই আলোচনায় ঘি ঢেলেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ নিজেই। গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর বুঝতে পেরেছেন, এখন থামার সময় হয়েছে তাঁর। আগামীকাল দিল্লিতে সম্ভবত নিজের শেষ টি-টোয়েন্টি খেলতে নামবেন এই অলরাউন্ডার। মাহমুদের এমন চাওয়াকে সম্মান জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।</p> <p>নাম প্রকাশ করতে না চেয়ে ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘রিয়াদ (মাহমুদ) আমাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে। সে অনেক সিনিয়র ক্রিকেটার। নিজেকে কী করতে হবে সেটা সে জানে। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমার মনে হয়, সবার উচিত তাকে সম্মান জানানো।’</p> <p>মাহমুদ কি তবে দিল্লিতেই থামছেন নাকি ভারত সিরিজ শেষ করবেন? সেই সিদ্ধান্ত মাহমুদের ওপরই ছেড়েছে ম্যানেজমেন্ট, ‘আমাদের সঙ্গে যখন আলোচনা হয়, তখনই আমরা ঠিক করেছি এটা রিয়াদের মুখ থেকেই আসা ভালো। নিজের অবসরের কথা সে নিজেই সবাইকে জানাক।’</p> <p>এই সংস্করণে বাংলাদেশের জার্সিতে ১৩৯ ম্যাচ খেলা মাহমুদ ১১৭.৭৪ স্ট্রাইকরেটে ২৩.৪৮ গড়ে ২৩৯৫ রান করেছেন। যেখানে ফিফটি আছে আটটি। সর্বোচ্চ অপরাজিত ৬৪। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪০ উইকেট।</p>