<p>রবার্ট লেভানডভস্কির জোড়া গোলে ইয়ং বয়েজকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে মোনাকোর বিপক্ষে হারের পর ঘরের মাঠে জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।</p> <p>মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে সুইজারল্যান্ডের ক্লাবটিকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে বার্সা। বলের ওপর পূর্ণ দখল রেখে অষ্টম মিনিটে রাফিনিয়া-ইয়ামালের চমৎকার সমন্বয়ের পর রাফিনিয়া নিচু  ক্রসে লেভার দিকে বল ঠেলে দেন। গোল করে লিড এন দেন পোলিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলও আদায় করে নেন তিনি।</p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/02/my1198/sdsfgdh.jpg" width="1000" /></p> <p>বার্সার আক্রমনে কোনঠাসা হয়ে পড়া ইয়ং বয়েজ দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ৩৪ মিনিটে। বক্সের ভেতর পেদ্রির শট গোলকিপার প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শট জালে জড়ান রাফিনিয়া। এর তিন মিনিট পর ফ্রি–কিক থেকে হেডে গোল করে লিড ৩–০ করে দেন ইনিগো মার্তিনেজ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727843119-a13a51fc9303168e3f156179f08cc3b1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/02/1430993" target="_blank"> </a></div> </div> <p>বিরতির পরও চলে বার্সার আধিপত্য। ৫১ মিনিটে মার্তিনেজের হেড থেকে বক্সে বল পেয়ে অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন লেভানডভস্কি। বার্সার শেষ গোলটি আত্নঘাতি। ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মোহাম্মদ কামারা। ৫-০ গোলের জয় পায় লা লিগার শীর্ষে থাকা দলটি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা শহরে যানজট নিরসনের উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727842861-130b3e640a4545b581b10599f99d390f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা শহরে যানজট নিরসনের উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/miscellaneous/2024/10/02/1430992" target="_blank"> </a></div> </div> <p>চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচে এক জয় এক হার বার্সার। পরের ম্যাচে ২৩ অক্টোবর রাতে হ্যান্সি ফ্লিকের দল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। </p>