<p>গল টেস্টর শেষ দিনে শ্রীলঙ্কার জিততে চাই ২ উইকেট, আর নিউজিল্যান্ডের দরকার ৬৮ রান। এমন সমীকরণে নেমে নিউজিল্যান্ড হেরেছে ৬৩ রানে। </p> <p>শেষ দিনে খেলা হয়েছে মাত্র ৩.৪ ওভার। নিউজিল্যান্ডের দুইটি উইকেটই তুলে নেন প্রবাথ জয়সুরিয়া। চতুর্থ দিনে ৯১ রানে অপরাজিত থাকা রাচিন রবীন্দ্র তার ইনিংসে যোগ করতে পেরেছে মাত্র একটি রান। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাত বছর হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না : সারিকা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727068025-93d118d0938712a72e78a6be2bf2e6e3.JPG" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাত বছর হলো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না : সারিকা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/09/23/1428106" target="_blank"> </a></div> </div> <p>প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া জয়সুরিয়া দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট তার। ম্যাচসেরাও তিনি। দুই ইনিংসে আট উইকেট করে নিয়েছেন উইলিয়াম ও’রুর্ক ও এজাজ প্যাটেল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/23/1727065464-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. ইউনূস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/09/23/1428097" target="_blank"> </a></div> </div> <p>গলে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে গেল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৬ সেপ্টেম্বর। ভেন্যু গল। <br />  </p>