<p>লামিনে ইয়ামালের জন্য নাকি ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। সম্প্রতি এমন এক দাবি করেছেন দানি ওলমো, আলভারো মোরাতা এবং নাচো ফার্নান্দেজের এজেন্ট অ্যান্ডি বারা। </p> <p>অ্যান্ডি বারা দাবি করেন, গেল গ্রীষ্মকালীন দলবদলের সময় ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। কিন্তু তাদের প্রস্তাব নাকচ করে দেন বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা। তবে ফরাসি ক্লাবটির বিশ্বাস ছিল আর্থিক দুরবস্থায় থাকা বার্সেলোনা তাদের প্রস্তাব মেনে নিবে।</p> <p>পডকাস্ট ইনকুবেটরে দেওয়া এক সাক্ষাৎকারে বারা বলেছেন, ‘বার্সেলোনা কয়েক মাস আগে পিএসজির কাছ থেকে ইয়ামালের জন্য একটি বড় প্রস্তাব পেয়েছিল,চুক্তিটির মূল্য ছিল প্রায় ২৫০ মিলিয়ন ইউরো। তবে বার্সা তা প্রত্যাখ্যান করেছিল।’</p> <p>অ্যান্ডি বারার সঙ্গে বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর সঙ্গে ভালো সম্পর্ক। তাই তিনি ভেতরের অনেক খবরই জানেন। </p> <p>১৭ বছর বয়সী ইয়ামাল ২ বছর আগে লা মাসিয়া থেকে উঠে এসে মূল দলে আলো ছড়ান। সাম্প্রতিক সময়ে যে কয়জন তরুণ খেলোয়াড় ফুটবল বিশ্বে নজর কেড়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। তাকে পেতে মুখিয়ে রয়েছে অনেক নামীদামী ক্লাব। তবে বার্সেলোনার কিংবদন্তি হওয়ার লক্ষ্যে কখনোই বার্সা ছেড়ে যাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি।</p>