<p style="text-align:justify">দীর্ঘ ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ওভাল টেস্টের ৮ উইকেটের জয়ে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই এড়িয়েছে শ্রীলঙ্কা। এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ জয় পেয়েছিল লঙ্কানরা।</p> <p style="text-align:justify">ওভালে শ্রীলঙ্কার দুর্দান্ত জয়ে সেঞ্চুরি করেছেন পাথুম নিশাঙ্কা। দ্বিতীয় ইনিংসের অপরাজিত ১২৭ রানের আগে প্রথম ইনিংসে করেছেন ৬৪ রান। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কারও। এবার আইসিসির টেস্ট র‌্যাংকিংয়েও সুখবর পেয়েছেন তিনি।  </p> <p style="text-align:justify">৪২ ধাপ উন্নতি হয়েছে নিশাঙ্কার। ৩৯ নম্বরে জায়গা পাওয়া শ্রীলঙ্কান ওপেনার ক্যারিয়ারসেরা ৫৬৮ রেটিং পয়েন্ট অর্জন করেছেন। তার মতো ক্যারিয়ারসেরা রেটিং পেয়েছেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ২৬৭ রান করা মেন্ডিস ৬ ধাপ এগিয়ে ২০ নম্বরে আছেন। তার ক্যারিয়ারসেরা রেটিং ৬৬৪। ইংল্যান্ডের ব্যাটার জো রুটের (৩৭৫ রান) সঙ্গে সিরিজসেরাও হয়েছিলেন মেন্ডিস।</p> <p style="text-align:justify">অন্যদিকে সিরিজে ২০৪ রান করা ধনঞ্জয়া ৩ ধাপ এগিয়ে ১৩ নম্বরে। তার ক্যারিয়ারসেরা রেটিং ৬৯৯। তাকে জায়গা দিতেই ১৬ নম্বরে নেমে গেছেন শ্রীলঙ্কার আরেক ব্যাটার দিমুথ করুণারত্নে। অবনতি হয়েছে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুকেরও। ৭ ধাপ পিছিয়ে এখন ১২ নম্বরে ব্রুক। ৮৯৯ রেটিংয়ে ব্যাটার শীর্ষে আছেন রুট। ৬৮৮ রেটিংয়ে বাংলাদেশের মধ্যে শীর্ষে আছেন ১৫ নম্বরে জায়গা পাওয়া লিটন দাস। তবে এক ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে আছেন সাকিব আল হাসান।</p> <p style="text-align:justify">ওভাল টেস্টে ৫ উইকেট নিয়ে বোলিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৩১ নম্বরে আছেন বিশ্ব ফার্নান্দো। উন্নতি হয়েছে লাহিরু কুমারা (৩২ নম্বর) ও মিলান রত্মানায়েকেরও (৮৪ নম্বর)। ইংল্যান্ডের পেসার ওলি স্টোন ১৩ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে আছেন। ৮৭০ রেটিং নিয়ে শীর্ষে আছেন রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা।</p>