<p style="text-align:justify">প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব হওয়ার পর ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছিলেন নোয়াহ লাইলস। চেয়েছিলেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা তো বটেই, অ্যাথলেটিকসের কিংবদন্তি উসাইন বোল্টের ট্রেবল জয়ের কীর্তি স্পর্শ করতে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি যুক্তরাষ্ট্রের স্প্রিন্টারের।</p> <p style="text-align:justify">গতকাল ২০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতে সন্তুষ্ট থাকতে হয়ে লাইলসকে। সোনা হাতছাড়া হওয়ার পর তো আরো বড় দুঃসংবাদ দিয়েছেন তিনি। এবারের মতো প্যারিস অলিম্পিক শেষ বলে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন ২৭ বছর বয়সী স্প্রিন্টার। তিনি লিখেছেন, ‘২০২৪ অলিম্পিকের যাত্রা এখানেই শেষ। এবারের অলিম্পিকে যেমন স্বপ্ন দেখেছিলাম তেমনটা ছিল না। তবে অনেক আনন্দ পেয়েছি।’</p> <p style="text-align:justify">৪ গুণিতক ১০০ মিটার রিলে দৌড়ানোর কথা থাকলেও এখন আর ট্র্যাকে নামা হচ্ছে না লাইলসের। প্যারিস অলিম্পিক এভাবে শেষ করতে আসলে বাধ্য হয়েছেন তিনি। ২০০ মিটার স্প্রিন্টে করোনো আক্রান্ত হওয়ার পরও দৌড়েছেন বলে জানা গেছে। দুই দিন আগে তিনি কভিড পজিটিভ হন। ফিনিশিং লাইন স্পর্শ করার পর তাকে উপুড় হয়ে শুয়ে থাকতে হয় ট্র্যাকে। পরে হুইলচেয়ারে করে তাকে বাইরে নেওয়া হয়।</p> <p style="text-align:justify">২০০ মিটার লড়াইয়ে নামার আগে লাইলসকে সার্জিক্যাল মাস্ক পরে থাকতে দেখা যায়। কভিডের বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসিকে বলেছেন, ‘মঙ্গলবার ভোর ৫টায় ঘুম থেকে ওঠার পর খুব খারাপ লাগছিল। চিকিৎসকদের ডেকে পরীক্ষা করানোর পর দুর্ভাগ্যজনকভাবে জানতে পারি কভিড পজিটিভ।’<br />  <br /> সোনা হাতছাড়া হলেও অসুস্থতা নিয়ে দৌড়ে ব্রোঞ্জ জিতেও খুশি লাইলস। তিনি বলেছেন, ‘অবশ্যই অসুস্থতা  আমার পারফরম্যান্সে প্রভাব রেখেছে। তবে সত্যি বলতে কভিড নিয়েও ব্রোঞ্জ জেতায় আমি গর্বিত।’</p>