<p>নারী এশিয়া কাপে স্বপ্নের মতো ব্যাটিং করছেন চামিরা আতাপাত্তু। প্রতিপক্ষ যেই হোক না কেন একাই শ্রীলঙ্কাকে জয় এনে দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। সমান এক সেঞ্চুরি ও ফিফটিতে ৪ ম্যাচে ২৪৩ রানে শীর্ষ রানসংগ্রাহক তিনি। </p> <p>টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন আতাপাত্তু। তার ৬৩ রানের সৌজন্যে ১ বল হাতে রেখে পাওয়া জয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ফাইনালের প্রতিপক্ষ ভারতের মতো স্বাগতিকেরাও টানা চার জয় পেয়েছে। এতে করে সবশেষ ফাইনালের পুনরাবৃত্তি হলো এবারের টুর্নামেন্টেও।</p> <p>পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অবশ্য ডাম্বুলায় শুরুটা ভালো পায়নি শ্রীলঙ্কা। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ভিষমী গুণারত্নেকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল। অধিনায়ক আতাপাত্তুকে একা রেখে দ্রুত ফিরে যান হরষিতা সামারাবিক্রমাও। তবে তৃতীয় উইকেটে কাভিশা দিলহারির সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন আতাপাত্তু।</p> <p>ইনিংসের ১৩তম ওভারে বোলিং করতে এসে অবশ্য ম্যাচের মোড় ঘুরে দেন সাদিয়া। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দিলাহারি ও নিলাখশিকা সিলভাকে আউট করে দেন পাকিস্তানের স্পিনার। তবে এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে নিয়ে যেতে থাকেন আতাপাত্তু। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৪২ রানের জুটি গড়ে যোগ্য সঙ্গ অবশ্য দিয়েছেন আনুশকা সঞ্চিয়িনি। দলের জয় যখন ২১ রান দূরে তখন আতাপাত্তু আউট হলে আবার ম্যাচের মোড় ঘুরে যায়। ৯ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬৩ রানে যখন আউট হলেন তখন হতাশায় ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন শ্রীলঙ্কার অধিনায়ক।</p> <p>আতাপাত্তু হয়তো বুঝতে পারছিলেন জয়টা কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। শেষ দিকে তেমনি হয়েছিল। শেষ ১২ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৬ রান। পাকিস্তানের বোলার নাশরা সান্ধুর ১৯তম ওভারে ১৩ রান নিলে জয়টা সহজ হয় শ্রীলঙ্কার। শেষ ওভারে ৩ রান নিতে গিয়েও অবশ্য ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় তারা। ২৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিপদ মুক্ত করেন সঞ্চিয়িনি। ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাদিয়া। </p> <p>টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। উদ্বোধনী ‍জুটিতে ৬১ রানের সংগ্রহ এনে দেন দুই ওপেনার গুল ফিরোজা ও মুনেবা আলি। তবে ১০ম ওভার করতে এসে দুই ওপেনারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান বাঁহাতি পেসার উদেশিকা প্রবোধনী। ৩ রানের ব্যবধানে আউট হন ফিরোজা (২৫) ও মুনেবা (৩৭)।</p> <p>পরে পাকিস্তানকে ৪ উইকেটে ১৪০ রানের লক্ষ্য এনে দেন অধিনায়ক নিদা দার ও ফাতিমা সানা। দুজনই সমান ১৭ বলে ২৩ রানে জুটি গড়েন। বল ও রানে না থাকলেও অপরাজিত সানার সঙ্গে নিদার বাউন্ডারি হাঁকানোয় পার্থক্য ছিল।নিদার ২ চার ও ১ ছক্কার বিপরীতে সানার ইনিংসে ছিল ৩ চার। দুজনের মাঝে অবশ্য আলিয়া রিয়াজের ১৫ বলে ১৬ রানের অবদান ছিল। তবে শেষ পর্যন্ত দল হেরে যাওয়ায় কারো রানই পাকিস্তানের কাজে আসেনি।</p>