<p>কোপা আমেরিকায় আগামীকাল থেকে শুরু হচ্ছে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল পর্ব। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৭টায় আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে শেষ আটের লড়াই। তবে নকআউটে কোনো অতিরিক্ত সময় থাকবে না।</p> <p>কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে,  নকআউট পর্বের ম্যাচগুলোতে (কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারিত) কোনো অতিরিক্ত সময় থাকবে না। নির্ধারিত ৯০ মিনিট শেষে ড্র থাকলেই ম্যাচ পেনাল্টি শুটআউটে ফলাফল নির্ধারিত হবে। তবে ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে যদি খেলা ড্র থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও ড্র থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে।</p> <p>ইউরোসহ বড় টুর্নামেন্টগুলোতে সাধারণত নকআউট পর্বের ম্যাচে অতিরিক্ত সময় বরাদ্দ থাকে। তবে কোপা আমেরিকা তার পুরনো নিয়ম এবারও ধরে রেখেছে। ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না।</p> <p>এবারের কোয়ার্টার ফাইনালে হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ। অন্য ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর, ভেনিজুয়েলার প্রতিপক্ষ কানাডা এবং কলম্বিয়া মুখোমুখি পানামা।</p>