<p>টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উেইকেটে হেরে বিদায় নিয়েছে আফগানিস্তান। প্রধমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠে ফাইনালে যেতে পারেনি রশিদ খানরা। ম্যাচ হারের পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন আফগান অধিনায়ক রশিদ খান।</p> <p>পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রশিদ খান বলেন, ‘দল হিসেবে এটা আমাদের জন্য কঠিন। আমরা আরো ভালো করতে পারতাম, কিন্তু আমরা যা চেয়েছিলাম পরিস্থিতি তা করতে দেয়নি। টি-টোয়েন্টি ক্রিকেট এমনই হয়, আপনাকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমি মনে করি, তারা (দক্ষিণ আফ্রিকা) সত্যিই ভালো বোলিং করেছে।’<br /> সেমিতে উঠে বোলারদের প্রশংসা করেন রশিদ। বলেন, ‘আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা ভালো সাফল্য পেয়েছি। কারণ সিমাররা সত্যিই ভালো বোলিং করেছে, এমনকি নবীও নতুন বলে দুর্দান্ত বোলিং করেছে। এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে। মুজিবের ইনজুরি আমাদের জন্য দুর্ভাগ্যজনক ছিল। আমরা সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলের কাছে হেরেছি।’</p> <p>নিজের দলকে নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘এটা মাত্র শুরু, যেকোনো দলকে হারানোর আত্মবিশ্বাস ও বিশ্বাস আমাদের আছে। আমরা শুধু আমাদের প্রসেস ধরে রাখতে চাই। এটা আমাদের জন্য একটি অভিজ্ঞতা। আমরা জানি, আমাদের দক্ষতা আছে, এটি শুধু কঠিন পরিস্থিতি। কিছু কাজ করতে হবে, বিশেষ করে মিডল অর্ডারে ইনিংসকে বড় করে নিয়ে যেতে হবে। আমরা আরো কঠোর পরিশ্রম করে ফিরে আসব, বিশেষ করে ব্যাটিং বিভাগে।’</p> <p> </p>