<p>গত মৌসুমের মতো এবারও ফেডারেশন কাপের ফাইনালের আমেজ ছিল তুঙ্গে। উত্তেজনায় ঠাঁসা, নাটকীয়তায় ভরপুর এক ফাইনালে সাক্ষী হয়েছে সমর্থকরা। উপভোগ্য ম্যাচ দেখেই ফিরেছেন ফুটবলপ্রেমীরা। সেই ম্যাচে কিংস হারিয়েছে মোহামেডানকে ২-১ গোলে। এমানুয়েল মোহামেডানকে এগিয়ে নেওয়ার পর কিংসকে ম্যাচে ফেরান মিগেল। আর অতিরিক্ত সময়ে গোল করে ম্যাচ জেতান জাহিদ হোসেন। কতটা নাটকীয়তার ভরা ম্যাচ ছিল সেই বর্ণনা ঠিক এভাবেই দিয়েছেন কিংস কোচ অস্কার ব্রুজোন,'খুবই রোমাঞ্চকর ও উত্তেজনায় ঠাসা ম্যাচ ছিল। বিশেষ করে আমরা প্রথম গোল হজমের পর অনেক আবেগ কাজ করছিল আমাদের মধ্যে। কিন্তু আমরা মাটিতেই ছিলাম। দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে। আমার মনে হয়, নিখুঁত নিখাদ ফুটবল ম্যাচ হয়েছে, টোটাল ফুটবল হয়েছে। ময়মনসিংহে অনেক সমর্থক আমাদের সমর্থন করতে এসেছেন। পুরো মৌসুমে দেখার মতো সেরা দৃশ্য ছিল এটি।'</p> <p>আবির্ভাবের পর থেকে প্রতি মৌসুমেই শিরোপার ছোঁয়া পেয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু একবারও মৌসুমের সব শিরোপা জেতা হয়নি দলটির। অবশেষে গতকাল ফেডারেশন কাপ জিতে সেই অপেক্ষা ফুরিয়েছে। এমন সাফল্যের পেছনে দলের সবার অবদানের কথা তুলে ধরলেন ব্রুজোন,'প্রতিদিন মাঠে আমরা যেটা করেছি, তারই সিঁড়ি বেয়ে ট্রেবল এসেছে। যে ত্যাগ, নিবেদন ও ইচ্ছাশক্তি আমাদের ছিল, ট্রেবল এসেছে এগুলোর সাথে আমাদের সুন্দর কাজে সূত্র ধরে। কিংস কর্তৃপক্ষ, আমাদের টিম স্টাফ, বল বয়- সব মিলিয়ে বাংলাদেশে আমরা ভিন্ন একটি দল।'</p> <p>রক্ষণভাগের অভিজ্ঞ তপু বর্মণও বলছেন টিম ওয়ার্কের কারণেই এমন সাফল্য এসেছে,'কাপ টুর্নামেন্ট সবসময় কঠিন হয়ে থাকে। স্বাধীনতা কাপের ফাইনালেও মোহামেডান আগে গোল করেছিল কিন্তু আমরা ঠিকই ফিরে আসি। আজকেও (গতকাল) আমরা পিছিয়ে থেকে ফিরে এসেছি। এর কারণ একটাই, টিম ওয়ার্ক। সবাই মিলে চেষ্টা করেছি বলেই সম্ভব হয়েছে।'</p>