<p>প্রথম দুই টি-টোয়েন্টির সূচি সন্ধ্যা ৬টায় থাকলেও আজ তৃতীয় ম্যাচ শুরুর সময় বিকেল ৩টা। তার আগে প্রথম দুই ম্যাচে টস জেতার পর আজ হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে টস জিতে বাংলাদেশের পথেই হেঁটেছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারীরা।</p> <p>বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। আর অফ স্পিনার শেখ মেহেদী হাসানের জায়গা নিয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আজ জিতলেই দুই ম্যাচ হাতে রেখে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ।<br />  <br /> <strong>বাংলাদেশ একাদশ :</strong> নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।</p>