<p>মেয়েদের ঘরোয়া ফুটবলের ভিত শক্তিশালী না হলেও লিগে অংশ নেওয়া ক্লাবগুলোকে কাউন্সিলরশিপ দেওয়ার দাবি জানিয়েছিলেন বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার। বাফুফের নির্বাচন সামনে রেখে ক্লাবগুলো দাবি করছিল বলে জানান মাহফুজা। সেটাই হতে চলেছে। শুক্রবার বাফুফের নির্বাহী কমিটির সভায় লিগে অংশ নেওয়া চারটি ক্লাবকে কাউন্সিলরশিপ দিতে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ২৯ জুন ২০২৩ সালের বাফুফের বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত অনুমোদন পেলে পরের নির্বাচনেই ভোটাধিকার পাবে ক্লাবগুলো। অক্টোবরে শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ, এরপরেই নির্বাচন।</p> <p>লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারদলকে কাউন্সিলরশিপ দেওয়া হবে বলে সভা শেষে জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান মানিক,’কাউন্সিলরশিপ বাড়ানোর ব্যাপারে অনেকগুলো সভার করে ঠিক করেছি যে, আমরা কমাব না। ফিফাকে এব্যাপারে অবহিত করেছি। লিগের ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে ও তাদের উৎসাহ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এই সভায় আরও কয়েকটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে নির্বাহি কমিটি। গত মৌসুমে দুটি ক্লাব প্রিমিয়ার লিগ থেকে নেমে গেলেও এবার নামছে একটি ক্লাব। আর চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ারে উঠবে দুটি ক্লাব। সেক্ষেত্রে আগামী মৌসুমে লিগে একটি দল বাড়ছে।</p> <p>আগামী মৌসুম থেকে প্রতিটি দলের স্কোয়াডে অনূর্ধ্ব-১৮ বছর বয়সী দুজন খেলোয়াড় এবং একাদশে তাঁদের একজনকে খেলানো বাধ্যতামূলক থাকার সুপারিশ করেছিল পেশাদার লিগ কমিটি। কিন্তু নির্বাহি সভায় তা বাতিল করা হয়েছে। তবে স্কোয়াডে পাঁচজন বিদেশি রাখার বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এখন থেকে পাইওনিয়ার লিগ অনূর্ধ্ব-১৪, তৃতীয় বিভাগে অনূর্ধ্ব-১৬ ও দ্বিতীয় বিভাগে অনূর্ধ্ব-২০ দল খেলবে।</p>