<p>নারী ফুটবল লিগে অভিষেকেই জয় পেয়েছে সেনাবাহিনী। গত দুই আসরের রানার্স আপ দল আতাউর রহমান ভুইয়া কলেজ স্পোটিং ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে তারা।</p> <p>সেনাবাহিনী নতুন দল হলেও তাদের দায়িত্বে আছেন অভিজ্ঞ গোলাম রব্বানী। তিনিই বাজিমাৎ করেছেন বলা যায়। ম্যাচের ৩৭ মিনিটে মোসাম্মৎ সুলতানার করা একমাত্র গোলটি ধরে রেখে জয় নিয়ে মাঠ ছেড়েছে তাঁর দল। আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব নিগে খাতা-কলমে দ্বিতীয় সেরা দল গড়েছে বলা যায়। সিনিয়র ও বয়সভিত্তিক জাতীয় দলের সাত খেলোয়াড়কে নিয়েছে তারা। ফরোয়ার্ড লাইনে তহুরা খাতুনের সঙ্গে উদিয়মান মোসাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দরা। কিন্তু তাদের ম্লান করে ম্যাচ বের করে নিয়েছেন সুলতানা।</p> <p>মাঝমাঠ থেকে লম্বা করে বাড়ানো বল ধরে গোলরক্ষককে ওয়ান অন ওয়ানে হারিয়ে বল জালে ঠেলেছেন সেনা দলের এই স্ট্রাইকার। তুলনায় আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড লাইন ছিল তুলনামূলক নিষ্প্রভ। অভিষেকেই গুরুত্বপূর্ণ জয় পাওয়ায়ি লিগে সেনাবাহিনীর সম্ভাবনাও বেড়ে গেল। জয়ের নায়ক সুলতানাও বলেছেন, ‘আমাদের লক্ষ্য শিরোপা জেতা।’<br />  </p>