<p>৬ ধরনের পদে ১৪তম, ১৬তম ও ১৯তম গ্রেডে মোট ২৬১ জন নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, ময়মনসিংহ। সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে, ২৩১ জন। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ২৮ মে ২০২৪ তারিখের মধ্যে। কেবল ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। </p> <p> </p> <p><strong>পদের বিবরণ :</strong><br /> ১। পদের নাম: পরিসংখ্যানবিদ<br /> পদ সংখ্যা: ৭টি<br /> যোগ্যতা: পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)</p> <p>২। পদের নাম: স্টোরকিপার<br /> পদ সংখ্যা: ১২টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস</p> <p>বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৩। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক<br /> পদ সংখ্যা: ৫টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৪। পদের নাম: স্বাস্থ্য সহকারী<br /> পদ সংখ্যা: ২৩১টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৫। পদের নাম: গাড়িচালক<br /> পদ সংখ্যা: ৪টি<br /> যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)</p> <p>৬। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট<br /> পদ সংখ্যা: ৩টি<br /> যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।</p> <p> </p> <p><strong>বয়সসীমা:</strong> ৮ মে ২০২৪ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।</p> <p><strong>আবেদন ফি:</strong> পদভেদে আবেদন ফি ১১২ থেকে ২২৩ টাকা।<br /> <strong>আবেদনের লিংক: </strong><a href="http://csmymensingh.teletalk.com.bd" target="_blank">http://csmymensingh.teletalk.com.bd</a></p>