<p>স্বাস্থ্য সহকারীসহ ১৮৪ জন নিয়োগ দেবে কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়। এই কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে ৬ ধরনের পদে ১৪ থেকে ১৬তম গ্রেডে এসব জনবল নেওয়া হবে। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৮ এপ্রিল ২০২৪ তারিখের মধ্যে। কেবল কিশোরগঞ্জের স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।<br /> <br /> পদের বিবরণ :<br /> ১. পরিসংখ্যানবিদ-৪টি<br /> যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।<br /> বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)<br /> <br /> ২. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান-১টি<br /> যোগ্যতা: জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস।<br /> বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)<br /> <br /> ৩. স্টোরকিপার-৫টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ৪. স্বাস্থ্য সহকারী-১৫৬টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৪টি<br /> যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> ৬. গাড়িচালক-৪টি<br /> যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস<br /> বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)<br /> <br /> আবেদন ফি: সার্ভিস চার্জসহ ২২৩ টাকা।<br /> আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি: http://cskishoreganj.teletalk.com.bd</p>