<p>ক্রিস্টাল প্যালসের মাঠে শুরুতেই গোল হজম করে বসে ম্যানচেস্টার সিটি। তবে শুরুর হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি পেপ গার্দিওলার দলের। আক্রমণে আধিপত্য দেখিয়ে আরো তিনবার বল জালে পাঠিয়ে ম্যানসিটি ম্যাচ জিতে নিয়েছে ৪-২ ব্যবধানে। জোড়া গোলের সঙ্গে একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক কেভিন ডি ব্রুইন।</p> <p>গতকাল সেলহার্স্ট পার্কে নড়েচড়ে বসার আগেই বল জালে পাঠিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান জন-ফিলিপ মাতেতা। তবে ১৩ মিনিটে ডি ব্রুইনের গোল সিটিজেনদের ম্যাচে ফিরিয়ে আনে। এরপর ৪৭ মিনিটে রিকো লুইসের গোল করে এগিয়ে নেন দলকে। গত কয়েক ম্যাচে ছন্দে না থাকা আর্লিং হালান্ড অবশেষে ৬৭ মিনিটে পেয়েছেন জালের দেখা। এরপর ৭০ মিনিটে ম্যানসিটির চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করে ক্লাবটির জার্সিতে শততম গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন ডি ব্রুইন। ম্যানসিটির ১৮তম খেলোয়াড় হিসেবে এই কীর্তি ছুঁলেন বেলজিয়ান মিডফিল্ডার। ক্লাবটির জার্সিতে ৩৭২ ম্যাচে ১০০ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৬৬টি।</p> <p>জার্মান বুন্দেসলিগায় জয়রথ ছুটছে লেভারকুসেনেরও। চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ন রেখে জাবি আলনসোর দল ১-০ গোলের জয় পেয়েছে ইউনিয়ন বার্লিনের মাঠে। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছেন ফ্লোরিয়ান ভাইরটজ। বার্লিনের রবিন গোসেনস লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরপর গোলটি করেন ভাইরটজ।</p> <p>তবে তাদের নিকটপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ আবারও হেরেছে। হেইডেনহেইমের মাঠে ২-০ গোলে এগিয়ে গিয়েও ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অথচ হ্যারি কেইন ও সের্গি জিনেব্রির গোলে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় বায়ার্ন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে এক মিনিটের ব্যবধানে কেভিন সিসা এবং টিম ক্লেইনডিয়েনস্টের গোলে সমতা ফেরায় হেইডেনহেইম। এরপর ৭৯ মিনিটে ক্লেইনডিয়েনস্ট ম্যাচে দ্বিতীয়বার বল জালে জড়িয়ে স্বাগতিকদের এনে দেন পুরো ৩ পয়েন্ট। বায়ার্নের এই হারে ১৬ পয়েন্ট এগিয়ে গেল লেভারকুসেন। জাবি আলনসোর দলের লিগ শিরোপা জয় এখন শুধু সময়ের অপেক্ষা বলা যায়।</p> <p>এদিকে ইতালিয়ান সিরি ‘এ’তে ১০ জনের লিচ্চেকে ৩-০ গোলে হারিয়েছে এসি মিলান।</p>