<p>বড় ইনিংস খেলা যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা। ছোট ছোট ইনিংসগুলো পূর্ণতা পাচ্ছে না থিতু হয়ে আউট হয়ে যাওয়ার কারণে। এই যেমন চট্টগ্রামে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল বাংলাদেশ।</p> <p>সেখানে কিছুটা ব্যতিক্রম বলা যেতে পারত মমিনুল হককে। কিন্তু তিনিও ফিফটি পূর্ণ করে আউট হয়েছেন চা বিরতির এক ওভার আগে। কোনো উইকেট না হারিয়ে ৩১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে আর ৯৯ রান যোগ করতে ৪ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।</p> <p>সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩২ রান। টেস্ট জিততে হলে এখনো ৩৭৯ রানের অসম্ভব রাস্তা পাড়ি দিতে হবে স্বাগতিকদের। তার চেয়ে বরং শ্রীলঙ্কার কাজটাই সহজ। সিলেটে প্রথম টেস্টের পর চট্টগ্রাম টেস্ট জিততে লঙ্কানদের চাই আর ৬ উইকেট।</p> <p>উইকেটে আছেন সাকিব আল হাসান (১৪*) ও লিটন দাস (০*)। এর আগে দ্বিতীয় সেশনের শুরুতে প্রভাত জয়সুরিয়ার বলে ২৪ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। তাঁকে অনুসরণ করতে বেশি সময় নেননি আরেক ওপেনার জাকির হাসান। বিশ্ব ফার্নান্দোর বলে তিনি আউট হন ১৯ রান করে।</p> <p>এরপর মমিনুলের সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৪৩ রানের জুটি। বিপজ্জনক হয়ে ওঠার আগে এই জুটি ভাঙেন লাহিরু কুমারা। তাঁর দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ২০ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় সেশন শেষের ঠিক আগে শ্রীলঙ্কাকে সাফল্য এনে দেন প্রভাত। এই বাঁহাতি স্পিনারের বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফিফটি পূর্ণ করা মমিনুল। ৫৬ বলে ৮ চার ও এক ছক্কায় ৫০ রান করে এই বাঁহাতি ব্যাটার।</p>