<p>প্রথম দিনের শেষ সেশনের আধা ঘণ্টায় ৩২ রান তুলতে ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া অব্যাহত আছে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে আরো ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। রান উঠেছে ১০০।</p> <p>সব মিলিয়ে এখন পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের চেয়ে স্বাগতিকরা এখনো পিছিয়ে ১৪৮ রানে। উইকেটে আছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম। ৪১ রান ব্যাট করছেন তিনি। তাঁর ৭১ বলের ইনিংসটি সাজানো ৫ চারের মারে।</p> <p>তাইজুলকে সঙ্গ দেওয়ার দায়িত্ব এখন মেহেদী হাসান মিরাজের। তিনি ব্যাট করছেন দুই রান নিয়ে। হতাশার সেশনে বাংলাদেশের হতাশা বাড়িয়েছেন লিটন দাস। তাইজুলের সঙ্গে তাঁর পঞ্চম উইকেট জুটি কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল স্বাগতিকদের। দুজনে মিলে প্রথম সেশনটা যখন শেষ করে আসবেন ভাবা হচ্ছিল, তখনই লাহিরু কুমারার দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হয়ে আশার সমাধি ঘটান লিটন।</p> <p>লিটনের বিদায়ে ভাঙে তাইজুলের সঙ্গে তাঁর সম্ভাবনাময়ী ৪১ রানের জুটি। বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার গল্পের শুরুটা মাহমুদুল হাসান জয়কে দিয়ে। উইকেটে থিতু হয়ে এই ওপেনার সেটার ফায়দা নেওয়ার আগে আউট হয়েছেন ১২ রান করে। নিজের প্রথম স্পেলের প্রথম বলেই ধনঞ্জয়া ডি সিলভার ক্যাচ বানিয়ে মাহমুদুলকে ফেরান লাহিরু।</p> <p>এরপর তাইজুলের সঙ্গে শাহাদাত হোসেন দিপুর ৩০ রানের জুটি। উইকেটে শুধু টিকে থাকার ভাবনা নিয়ে খেলে যে লাভ হবে না সেটা বুঝতে পেরেই কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করেন শাহাদাত। তবে ৩ চারে ১৮ রানের ইনিংসটা পূর্ণতা দিতে পারেননি তৃতীয় টেস্ট খেলতে নামা এই মিডলঅর্ডার ব্যাটার। তিনিও আউট হয়েছেন লাহিরুর বলে। মূল ব্যাটারদের হারিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের লিড কমাতে বাংলাদেশ এখন তাকিয়ে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুলের ব্যাটের দিকে।</p>