<p>চন্দিকা হাতুরাসিংহের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন নতুন সদস্য। স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কেলিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অস্ট্রেলিয়ানের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে বিসিবির।</p> <p>আগামী ১৫ এপ্রিল থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ শুরু করবেন নাথান। তিনি অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এসসিএ) থেকে লেভেল-২ সার্টিফিকেট প্রাপ্ত। একই সঙ্গে পেশাদার ক্রিকেট, রাগবি লিগেও কাজ করেছেন নাথান। তিনি ২০১৮-২০২১ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের শারীরিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তিনি এনএসডব্লিউ পাথওয়েজ, এনএসডব্লিউ ব্লুস, সিডনি সিক্সার্সের (মেয়েদের বিগ ব্যাশ) সঙ্গেও কাজ করেছেন।</p> <p>বিসিবির নিয়োগের আগে নাথান ব্রিসবেন ব্রোনচস রাগবি দলের সঙ্গে অ্যাথলেটিক পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে বিশেষ করে স্পিড এবং রিকন্ডিশনিং ছিল তাঁর কাজ।</p>